Trinamool
কলকাতা: সময় ক্রমেই ফুরিয়ে আসছে৷ কেন্দ্রীয় সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল৷ ফলে হাতে আর মাত্র পাঁচদিন। এই পাঁচদিনের মধ্যে যে কেন্দ্রের তরফে কোনও সদুত্তর মিলবে না সেটা বুঝতে পেরেই নতুন করে আন্দোলনের ঘুঁটি সাজানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লোকসভা ভোটের আগে ১০০ দিনের কাজ, আবাস যোজনায় প্রাপ্য আদায়ের দাবিতে ফের বিজেপি বিরোধী আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নভেম্বর মাসের পয়লা তারিখ থেকে নতুন করে আন্দোলন হবে। এবার সেই আন্দোলনকেই বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চলেছেন শাসক দলের নেতৃত্ব। প্রাপ্য টাকা বুঝে নিতে ফের দিল্লি অভিযানের পরিকল্পনা করছেন তাঁরা৷
দুর্গাপুজোর মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন তথা পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিং জানান, আগের হিসাবে স্বচ্ছতা দেখাতে পারলে এবং কেন্দ্র তাতে সন্তুষ্ট হলে তবেই মিলবে বকেয়া। যা সংঘাতের পথ আরও প্রশস্ত করেছে৷ এত সহজে যে একশো দিনের কাজের টাকা পাওয়া যাবে না, সেটাও বুঝতে অসুবিধা হয়নি তৃণমূল নেতৃত্বের। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনায় বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেই টাকা আদায় করতে ইতিমধ্যেই দিল্লির দরবারে আন্দোলন করেছে তৃণমূল৷ সেখান থেকে ফিরে কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তিনি ঘোষণা করেছিলেন, ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের কাছ থেকে সদুত্তর না এলে ১ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলন হবে। সেই আন্দোলনেরই প্রস্তুতি শুরু করে দিল এ রাজ্যের শাসক দল৷