নেপালে তুষার ঝড়, নিখোঁজ দক্ষিণ কোরিয়ার সাত নাগরিক

নেপালে তুষার ঝড়, নিখোঁজ দক্ষিণ কোরিয়ার সাত নাগরিক

কাঠমাণ্ডু: নেপালের উত্তর পশ্চিম হিমালয়ে তুষার ধসের কারণে সাত জন ট্রেকার নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার নেপালের স্থানীয় পুলিশ ও হাইকিং আধিকারিকরা এই খবর জানিয়েছেন। সাত জনের দলটিতে দক্ষিণ কোরিয়ার চার জন নাগরিক ও তিনজন গাইড ছিলেন বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে।

দলটি যে এলাকায় তুষারধসের কবলে পড়ে সেটি কাঠমাণ্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে।  ভারি বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে সেখানে তুষারধস হয় বলে  স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ট্যুর কোম্পানির পরিচালক সন্দেশ পাণ্ডে বলেন, 'শুক্রবার তুষারধসের কবলে পড়ার পর থেকে অন্নপূর্ণা অঞ্চলে ট্রেকিং করতে যাওয়া আমাদের চার কোরিয়ান ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং তারা নিখোঁজ রয়েছেন।'

আট হাজার ৯১ মিটার (২৬,৫৪৫ ফুট) উচ্চতার মাউন্ট অন্নপূর্ণা বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত। উত্তরপশ্চিম নেপালের এই পর্বতটির বেস ক্যাম্প ট্রেকারদের প্রিয় গন্তব্য। প্রতি বছর কয়েক হাজার ট্রেকার ওই বেইস ক্যাম্প পরিদর্শনে যান। কাঠমাণ্ডুর পর্যটন বিভাগের কর্মকর্তা মীরা আচার্য জানিয়েছেন, দলটির সঙ্গে থাকা তিন নেপালি গাইডেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, উদ্ধারকারী দল চারটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও যোগ দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটাচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার চারটি উদ্ধারকারী হেলিকপ্টারে করে অন্নপূর্ণা অঞ্চল থেকে প্রায় ২০০ ট্রেকারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে ১৪০ জনের মতো বিদেশি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =