শ্রীনগর: অনুপ্রবেশের খবর পেয়ে তল্লাশি। তারপরেই পাকিস্তানের ড্রোনে গুলি করে ভারতীয় সেনা। অনুপ্রবেশকারীদের সঙ্গে চলল ভারতীয় সেনার গুলির লড়াই। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরেই ফের অনুপ্রবেশের ঘটনা। তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। মনে করা হচ্ছে পাকিস্তান থেকে জঙ্গিদের অনুপ্রবেশ চলছিল। সেনা তল্লাশি চলার সময়ই গুলি চালায় অনুপ্রবশেকারীরা বলে সান সূত্রে খবর। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। গুলিযুদ্ধ চলার সময়ই পাকিস্তান ড্রোন আকাশে উড়তে দেখা যায়। যা গুলি করে নামায় সেনা।
উপত্যকায় অনুপ্রবেশের ঘটনা গত কয়েকদিনে বেড়েছে। বড় তথ্য হল, যে ড্রোনটিকে গুলি করা হয়েছে সেই ড্রোনটি পাকিস্তান সেনার বলে জানাচ্ছে ভারতীয় সেনা। গুলি করা উড়ন্ত যানটি আসলে কোয়াডকপ্টার। যা ড্রোনের থেকেও শক্তিশালী। যে কোয়াডকপ্টার মূলত সেনারা ব্যবহার করে থাকে। সেই কোয়াডকপ্টারের ব্যবহারে অনুপ্রবেশকারী পাক জঙ্গিরা। সেনা সূত্রের খবর, ফের উপত্যকায় হামলাকর ছক ছিল জঙ্গিদের।
শনিবার খুব ভোরে উরি সেক্টরে অনুপ্রবেশের ঘটনা। এর আগে মাঝরাতে রাজৌরি সেক্টরে দেখা গিয়েছিল পাকিস্তানের ড্রোন। ১৩ এপ্রিলের ঘটনা। যেখানে পাক ড্রোনটিকে নামাতে ১৩১ রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় সেনা। ওই ড্রোনে টাকা ও অস্ত্র ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। উপত্যকায় নতুন করে অনুপ্রবেশের ঘটনায় সেনা নজরদারি আরও বাড়ল।