ডোমজুড়ে রাজীবের সমর্থনে মিঠুনের রোড শোয়ে হামলা, গাড়ি ভাঙচুর

ডোমজুড়ে রাজীবের সমর্থনে মিঠুনের রোড শোয়ে হামলা, গাড়ি ভাঙচুর

কলকাতা: ডোমজুড়ের বাঁকড়ায় মিঠুনের রোড শোয়ে হামলা৷ রাজীবের সমর্থনে মহাগুরুর রোড শোয়ে চলল ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর৷ এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে৷ যদিও অভইযোগ অস্বীকার করেছে শাসক দল৷

আরও পড়ুন- ‘ভেবেছে রফাদফা করবে, মমতা ভাঙে তবু মচকায় না’

১০ তারিখ ভোটের আগে আজ ছিল প্রচারের শেষ দিন৷ ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো শুরু করেন মিঠুন চক্রবর্তী৷ বিজেপি’র রোড শো বাঁকড়ার দিকে এগোনোর সময় মিছিলে থাকা গাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ৷ বিজেপি’র পতাকা লাগানো ম্যাটাডোর গাড়ি ভাঙচুর করা হয়৷ এমনকী বিজেপি কর্মীদের লক্ষ্য করেও ইঁট ছোড়া হয় বলেও দাবি৷ রোড শো’র একেবারে সামনের ছিল মিঠুন চক্রবর্তী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি৷ তাঁদের গাড়ি এগিয়ে যাওয়ার পরেই মিছিলের পিছন দিকে থাকা গাড়িগুলির উপরে হামলা চালানো হয়৷ বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি৷ বাঁকড়ার যে অঞ্চলে এই ঝামেলার সূত্রপাত, সেই অঞ্চলটি ঘিরে রেখেছে পুলিশ৷ কারণ এই পথেই রোড শো শেষ করে ফিরবেন বিজেপি’র কর্মী সমর্থকরা৷ নতুন করে যাতে অশান্তির মেঘ না ঘনায়, সেই চেষ্টাই চালাচ্ছে পুলিশ৷ 

আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গা বন্ধ হবে! দাবি করছেন মিঠুন

নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে মিছিল যাওয়ার সময় যে ভাবে হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, তারা কোনও গাড়ির উপর হামলা চালায়নি বা ভাঙচুর করেনি৷ বরং তাদের পাল্টা দাবি, বিজেপি’র লোকেরাই একটা ভাঙা গাড়ি এখানে রেখে দিয়ে গিয়েছে উত্তেজনা ছড়ানোর জন্য৷ অন্যদিকে বিজেপি’ কর্মীদের কথায়, এদিন শান্তিপূর্ণভাবে রোড শো চলার সময় বিকেল ৪টে নাগাদ তাদের উপর ইঁট বৃষ্টি করা হয়৷ আহত হন বেশ কয়েকজন৷ গন্ডোগোলের জেরে এখানেই শেষ হয়ে যায় তাঁদের রোড শো৷ ঘটনাস্থলেই উপস্থিত রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তাঁরা ফিরে যাওয়ার সাহস পাচ্ছেন না৷ ফেরার পথে ফের হামলা হতে পারে বলে আশঙ্কা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =