অভিষেকের রোড শোর আগে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদার, অবস্থা আশঙ্কাজনক

অভিষেকের রোড শোর আগে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদার, অবস্থা আশঙ্কাজনক

ডায়মন্ডহারবার: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো’র দিনই বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ৷ শুক্রবার সকালে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের উপর হামলা চালানো হয়৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পাশাপাশি বিজেপি’র প্রায় দশ জন কর্মী আহত হয়েছে বলে অভিযোগ৷ 

জানা গিয়েছে, এদিন প্রচার চলার সময় দীপক হালদারের উপর হামলা করা হয়৷ তাঁকে বেধরক মারধর করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ তৃণমূলের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল৷

আরও পড়ুন-  ২০২৪-এ বারাণসীতে কি মোদী-মমতার মেগাফাইট? তৃণমূলের টুইট ঘিরে জল্পনা

জানা গিয়েছে আজ সকালে ডায়মন্ডহারবার বিধানসভার বিজেপি প্রার্থী দীপক হালদার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি গ্রামে প্রচারে গিয়েছিলেন৷ অভিযোগ, প্রচার চলার সময়ই বেশ কয়েকজন দুষ্কৃতী লাঠি, লোহার রড এমনকী আগ্নেয়াস্ত্র নিয়ে দীপক হালদারের উপর হামলা চালায়৷ হামলা চালানো হয় দলীয় কর্মীদের উপরেও৷ এই ঘটনায় দীপক হালদার গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ৷ তড়িঘড়ি তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসা হয়৷ আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মাথায়, বুকে ও কোমরে গুরুতর চোট রয়েছে। পাশাপাশি আহত বাকি ১০ কর্মীরও চিকিৎসা চলছে। 

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে বিজেপি ডায়মন্ডহারবার হাসপাতালের সামনে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে৷ ফলে সমস্ত যানবাহন থমকে গিয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ৷ তবে এই ঘটনার দায় এড়িয়ে গিয়েছে তৃণমূল৷ দলের তরফে বলা হয়েছে, তারা এখন প্রচারে ব্যস্ত৷ এই সমস্ত গন্ডোগোলের মধ্যে তারা নেই৷ দলীয় কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে৷ 

তবে বিজেপি’র দাবি পরিকল্পনা মাফিক এই কাজ করা হয়েছে৷ তৃণমূলের আশ্রীত গুণ্ডারা বিজেপি প্রার্থীকে মারধর করেছে৷ তাঁর জীবন এখন সংকটে৷ দীপক হালদার ছাড়াও দু’জন কর্মী গুরুতর চোট পয়েছেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় সন্ত্রাসের মধ্যে থাকতে হচ্ছে বলেই দাবি৷

আরও পড়ুন- ‘ক্যামেরা থাকবে, আপনি থাকবেন না’! গোটা দেশ দেখল বাংলার সাংবাদিকরা কতটা সুরক্ষিত!

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি যে অভিযোগগুলো করছে তা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনও৷ এই ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি৷ এই এলাকায় আদি বনাম তৎকাল বিজেপি’র মধ্যে বিস্তর ঝামেলা চলছিল৷ এটা তারই পরিণাম হতে পারে৷ বিজেপি প্ররোচনা দিলেও উন্নয়নের মাপকাঠিতেই ভোট করতে চাইছে তৃণমূল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =