মহাকাশে মহা বিস্ফোরণ! গামা রশ্মির প্রলয় ঝড়, বিরল মহাজাগতিক দৃশ্য নাসার ক্যামেরায়

মহাকাশে মহা বিস্ফোরণ! গামা রশ্মির প্রলয় ঝড়, বিরল মহাজাগতিক দৃশ্য নাসার ক্যামেরায়

কলকাতা: মহাকাশে মহা বিস্ফোরণ৷ ঠিকরে বেরল চোখ ধাঁধানো আলো৷ নাসার টেলিস্কোপে আছড়ে পড়ল একের পর এক গামা রশ্মির ঝড়। সেই ঝড় পরীক্ষা করতে গিয়ে চমকে উঠলেন বিজ্ঞানীরা। দেখা গেল মহাকাশে এক দৈত্যাকার বিস্ফোরণ ঘটেছে৷ যা অত্যন্ত শক্তিশালীও বটে৷ পৃথিবীর কক্ষপথ ধরে ঘুরতে থাকা টেলিস্কোপে ধরা পড়েছে সেই সেই মহাপ্রলয়। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতি ১০ হাজার বছরে একবার ঘটে এমন বিরল মহাজাগতিক ঘটনা।

আরও পড়ুন- পৃথিবীর দিকে হাঁ করে বিশাল কৃষ্ণগহ্বর, পাঠাচ্ছে বিকিরণও! প্রভাব বুঝতে দিশেহারা বিজ্ঞানীরা

সাধারণত সূর্যের চেয়ে আকারে বড় কোনও নক্ষত্রের মৃত্যু হলে, কিংবা মৃত কোনও তারা কৃষ্ণগহ্বরে ঝাঁপিয়ে পড়লে এই ধরনের গামা রশ্মির বিস্ফোরণ ঘটে। বিজ্ঞানীদের অনুমান, এ ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে৷ যে তারার বিস্ফোরণ ঘটেছে, সেটা সূর্যের থেকে প্রায় ৩০ গুণ বেশি ভরের ছিল বলেও মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যদি এহেন বিস্ফোরণের মুখে পড়ত, তাহলে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যেত আমাদের বায়ুমণ্ডল। ঝলসে যেত সবকিছু।