কলকাতা: মহাকাশে মহা বিস্ফোরণ৷ ঠিকরে বেরল চোখ ধাঁধানো আলো৷ নাসার টেলিস্কোপে আছড়ে পড়ল একের পর এক গামা রশ্মির ঝড়। সেই ঝড় পরীক্ষা করতে গিয়ে চমকে উঠলেন বিজ্ঞানীরা। দেখা গেল মহাকাশে এক দৈত্যাকার বিস্ফোরণ ঘটেছে৷ যা অত্যন্ত শক্তিশালীও বটে৷ পৃথিবীর কক্ষপথ ধরে ঘুরতে থাকা টেলিস্কোপে ধরা পড়েছে সেই সেই মহাপ্রলয়। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতি ১০ হাজার বছরে একবার ঘটে এমন বিরল মহাজাগতিক ঘটনা।
আরও পড়ুন- পৃথিবীর দিকে হাঁ করে বিশাল কৃষ্ণগহ্বর, পাঠাচ্ছে বিকিরণও! প্রভাব বুঝতে দিশেহারা বিজ্ঞানীরা
সাধারণত সূর্যের চেয়ে আকারে বড় কোনও নক্ষত্রের মৃত্যু হলে, কিংবা মৃত কোনও তারা কৃষ্ণগহ্বরে ঝাঁপিয়ে পড়লে এই ধরনের গামা রশ্মির বিস্ফোরণ ঘটে। বিজ্ঞানীদের অনুমান, এ ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে৷ যে তারার বিস্ফোরণ ঘটেছে, সেটা সূর্যের থেকে প্রায় ৩০ গুণ বেশি ভরের ছিল বলেও মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যদি এহেন বিস্ফোরণের মুখে পড়ত, তাহলে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যেত আমাদের বায়ুমণ্ডল। ঝলসে যেত সবকিছু।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
মহাকাশবিজ্ঞানীরা বলছেন, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ বল অত্যন্ত শক্তিশালী৷ সবকিছু যেন গিলে খেতে চায়৷ যেখান থেকে কোন কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মত তড়িৎ-চৌম্বকীয় বিকিরণও এই প্রচন্ড আকর্ষণ বল ভেদ করে বেরিয়ে আসতে ব্যর্থ। এরা সাধারণত কোনও গ্যালাক্সির মাঝখানে অথবা গ্যালাক্সির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর কোনও গ্যালাক্সির মাঝে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের অভিকর্ষ টান মারাত্মক হয়৷ ঘন জমাট বাঁধা গ্যাসের মেঘ বা তারা সেই ব্ল্যাকহোলের সামনে এসে হাজির হলে রাক্ষুসে ব্ল্যাক হোলগুলি তাদের জোরালো অভিকর্ষ বলের টানে সেগুলিকে গিলে খায়। সেগুলি কোনও ভাবেই ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে না। খিদে মিটলে কৃষ্ণগহ্বরের ভিতর থেকে উজ্জ্বল আলোর বিচ্ছুরণ দেখা যায়। এগুলি অন্য কিছু নয়, প্রচণ্ড শক্তিশালী এক্স-রে বা গামা-রশ্মির স্রোত। কোনও বিশাল নক্ষত্রের সঙ্গে ব্ল্যাক হোলের যুদ্ধ বাঁধলে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দও উৎপন্ন হয়। গ্যালাক্সি থেকে তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ বেরিয়ে আসে এবং তা মহাশূন্যে ভেসে বেড়ায়।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>