ওমিক্রনের বিরুদ্ধে অস্ত্র কোভিশিল্ডের বুস্টার টিকা, জানা গেল ট্রায়ালে

ওমিক্রনের বিরুদ্ধে অস্ত্র কোভিশিল্ডের বুস্টার টিকা, জানা গেল ট্রায়ালে

কলকাতা:  করোনার পূর্ববর্তী প্রজাতিগুলির চেয়ে অনের বেশি সংক্রামক ওমিক্রন৷ তাই ওমিক্রন রুখতে হলে কভিড টিকার দুটি ডোজ যথেষ্ট নয়৷ প্রয়োজন বুস্টার টিকার৷ যা শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম৷ সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার তৈরি বুস্টার টিকা বিটা, ডেল্টা, আলফা, গামা-সহ করোনাভাইরাসের অন্যান্য ভেরিয়্যান্টগুলির বিরুদ্ধে লড়াই করতে শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারছে। আর এই টিকাই ভারতে পরিচিত হয়েছে ‘কোভিশিল্ড’ নামে৷ 

আরও পড়ুন- ‘তৃণমূলের জঞ্জালদের টিকিট দেওয়ার ফল সবাই দেখেছে’, ফের বিস্ফোরক তথাগত

এই গবেষণার ফলাফল দেখে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রন-সহ করোনাভাইরাসের যে কটি ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সবক’টির বিরুদ্ধেই লড়াই করার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে দিচ্ছে৷ অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই বুস্টার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে ব্রিটেন ও সুইডেনে৷ ট্রাল চালিয়েছে একটি নামজাদা ওষুধ সংস্থা।

গবেষকরা জানিয়েছেন, যাঁরা আগে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের এমআরএনএ টিকা অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকার সবকটি ডোজ নিয়েছেন তাঁরাই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছেন। ওমিক্রনের সংক্রমণ রুখতে অ্যাস্ট্রাজেনেকার বুস্টার টিকা যাতে চালু করা হয়, সেই লক্ষ্যেই এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’)-সহ প্রতিটি দেশকে জানানো হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *