আইনি জট কাটিয়ে শীঘ্রই শুরু হচ্ছে সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ

আইনি জট কাটিয়ে শীঘ্রই শুরু হচ্ছে সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ

কলকাতা: ২০২০-র বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কলেজ সার্ভিস কমিশনের কোনোও বাধা নেই৷ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকতা হাইকোর্টের এই নির্দেশ আসার পরেই সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। 

আরও পড়ুন- পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের হাইকোর্টে BJP, প্রয়োজন আছে কি? জানাবে কমিশন

কমিশন সূত্রে খবর, সহকারী অধ্যাপক পদের জন্য প্রায় ৩৩ হাজার আবেদনপত্র জমা পড়েছে। ৪৫টি বিষয়ের জন্য সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে৷ এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে হাইকোর্ট৷ চলতি সপ্তাহেই কমিশন বৈঠকে বসতে পারে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিক থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার সম্ভাবনা রয়েছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে৷ 

অন্যদিকে, এই বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা ‘সেট’ পরীক্ষায় বসতে চলেছে৷ প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী সেটের জন্য আবেদন করেছেন বলে কমিশন সূত্রে খবর৷ প্রসঙ্গত অ্যাক্রিডিটেশন-এর জন্য গত বছর ‘সেট’-এর আওজন করতে পারেনি কলেজ সার্ভিস কমিশন৷ অর্থাৎ দুই বছর পর পরীক্ষা হচ্ছে৷ পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ জানা গিয়েছে, প্রায় ২০০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 10 =