কলকাতা: করোনায় মৃতদের চিতাভস্ম রাখা থাকবে শ্মশানেই। সময় মতো মৃতদের পরিবারের সদস্যরা তা সংগ্রহ করতে পারবেন বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে। জানানো হয়েছে, করোনায় মৃতদের চিতাভস্ম পরিবারের হাতে তুলে দিতে বদ্ধপরিকর পুরসভা।
আরও পড়ুন: করোনা চিকিৎসার নামে রোগীর থেকে অর্থ লুট? নয়া অ্যাডভাইসরি রাজ্যের
কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অতীন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আইসিএমআরের বিধি অনুসারে করোনায় মৃতদের শেষকৃত্যে পরিবারের কোনও সদস্য অংশগ্রহণ করতে পারবেন না। এক পুরোহিতের তত্ত্বাবধানে রীতি অনুসারে শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। যাঁর যে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে, সেখানেই রাখা হবে চিতাভস্ম। সেখান থেকেই মৃতের পরিবারের সদস্যদের চিতাভস্ম সংগ্রহ করতে হবে।
কলকাতায় দুটি শশ্মানে করোনার মৃতদেহের শেষকৃত্য হয়। এক নিমতলা শ্মশান, অন্যটা ধাপার শ্মশান। পুরসভার তরফে জানানো হয়েছে, মৃতের পরিবারের সদস্যরা নিজেদের পরিচয় পত্র দেখিয়ে শশ্মান থেকে চিতাভস্ম সংগ্রহ করতে পারবেন। ডেথ সার্টিফিকেটও একইভাবে সংগ্রহ করতে পারবে তাঁরা বলে জানা গেছে। পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ সংগ্রহ করতে পারবেন। তবে সেক্ষেত্রে অনুমতি পত্র লাগবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, GPF-এ নয়া সুদের হার ঘোষণা নবান্নের
দেশের পাশাপাশি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার। মৃত্যু হয়েছে ৫৬ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৬,৭৫৪ জন। করোনায় মারা গিয়েছেন ১,৯০২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১,০২৩ জন। রাজ্যে করোনায় সুস্থের হার ৭০.৩৪ শতাংশ।