যোগী রাজ্য থেকে ফিরেই করোনা আক্রান্ত কেজরিওয়াল, রয়েছেন নিভৃতবাসে

যোগী রাজ্য থেকে ফিরেই করোনা আক্রান্ত কেজরিওয়াল, রয়েছেন নিভৃতবাসে

নয়াদিল্লি: যোগী রাজ্যে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে ফিরেই কোভিড আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ মৃদু উপসর্গ রয়েছে তাঁর৷ আপাতত রয়েছেন নিভৃতবাসে৷ মঙ্গলবার সকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ! জানিয়ে দিলেন টিকা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান

আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন, ‘‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন এবং আইসোলেশনে থাকুন।’’ উল্লেখ্য, গতকালই নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পরেই করোনা ধরে পড়ে তাঁর৷ গত বছর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতাও৷ সেই সময়ও নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন আপ সুপ্রিমো। যদিও সেইবার করোনা আক্রান্ত হননি তিনি।

দিল্লির করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ সোমবার রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন৷ সে রাজ্যে পজেটিভিটি রেট ৬.৪৬৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ৩০-৩১ ডিসেম্বরের কোভিড আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল৷ তাতে দেখা গিয়েছে, ৮৪ শতাংশ রোগীই করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত। তবে দিল্লিবাসীকে উদ্বিগ্ন হতে বারণ করেছেন কেজরিওয়াল৷ 

প্রশাসন সূত্রে খবর, সংক্রমণের হার টানা দু’দিন ৫ শতাংশের বেশি থাকলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। বর্তমানে রাজধানীতে জারি রয়েছে হলুদ সতর্কতা৷ রাজধানীতে সংক্রমণ ঠেকাতে জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =