মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সমন ইডি-র! আবগারি দুর্নীতিতে ফাঁপড়ে আপ

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সমন ইডি-র! আবগারি দুর্নীতিতে ফাঁপড়ে আপ

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২ নভেম্বর, বৃহস্পতিবার তাঁকে ইডি-র নয়াদিল্লির দফতরে আসার জন্য বলা হয়েছে। গত বছর অগাস্ট মাসে আবগারি মামলার প্রথম এফআইআর দায়ের করা হয়৷ তাতে কেজরির নাম না থাকলেও, চার্জশিটে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে বলেই সূত্রের খবর।

গত এপ্রিল মাসে কেজরিওয়ালকে একবার তলব করেছিল সিবিআই৷ সেই সময় দীর্ঘ ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এবার তাঁকে তলব করল ইডি৷ বিজেপি’র দাবি, অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির ‘কিং পিন’৷ তাঁকে গ্রেফতার করা উচিত৷ এমনকী অনেক অভিযুক্তের সঙ্গেই তাঁর যোগ ছিল বলেও অভিযোগ রয়েছে৷ 

বর্তমানে জেলবন্দি দিল্লি সরকারের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আদালতের নির্দেশ, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। দিল্লিতে ৩৩৮ কোটি টাকার দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে মণীশ সিসোদিয়ার যোগ আংশিক যোগ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *