arvind kejriwal
নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করার পর নিয়ে আসা হয় ইডি-র দফতরে৷ ছোট্ট কুঠুরিতেই রাত কাটে তাঁর। মেঝেতে পাতা ছিল দু’টি গদি।
আবগারি মামলায় ৯বার ইডি-র সমন এড়িয়েছিলেন কেজরিওয়াল৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে হানা দিয়ে তল্লাশি শুরু করে ইডি। দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ বাড়ি থেকে সোজা নিয়ে আসা হয় দিল্লিতে ইডির সদর দফতরে৷ সূত্রের খবর, সেখানে নিয়ে আসার পরই তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কী কী ওষুধ খান? অন্য কোনও প্রয়োজন রয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়৷ কেজরিকে রাখা হয় ইডি-দফতরের ওই ছোট কুঠুরিতে৷ সেখানে সিসি ক্যামেরাও বসানো রয়েছে। সেই ক্যামেরার ফুটেজের উপর সর্বক্ষণ নজর রাখতে দু’জন আধিকারিককেও নিয়োগ করা হয়েছে। ইডির একটি সূত্র মারফত জানা যাচ্ছে, ‘‘নিরাপত্তার কারণে বাইরের খাবার দেওয়ার অনুমতি দেওয়া হয়নি৷ সদর দফতরের ভিতরের ক্যান্টিন থেকেই খাবার দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।’’