জেলে অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী, সাড়ে ৪ কেজি ওজন কমেছে কেজরির, দাবি আপের

জেলে অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী, সাড়ে ৪ কেজি ওজন কমেছে কেজরির, দাবি আপের

arvind kejriwal

নয়াদিল্লি: ইডি হেফাজত শেষে আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল৷ তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লির আদালত৷ কিন্তু, জেলে অসুস্থ হয়ে পড়ছেন আপ সুপ্রিমো৷ ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন কেজরি৷ তার পর থেকে তাঁর ওজন কমে গিয়েছে প্রায় সাড়ে চার কেজি। একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, আম আদমি পার্টি সূত্রে এই খবর মিলেছে। যদিও তিহাড় জেল কর্তৃপক্ষের দাবি,  আপাতত সুস্থই আছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেলের চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেননি।

আপপ্রধান মধুমেহ রোগে আক্রান্ত৷ গত কয়েক দিন ধরেই শর্করার মাত্রা ওঠানামা করছে। সোমবার বিকেলে তিহাড়েই ‘সুগার টেস্ট’ করে দেখা যায়, তাঁর শরীরে শর্করার মাত্রা ৫০-এর নীচে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ দেওয়া হয়। কেজরির অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী সুনীতাও। তবে আপাতত বাড়ির খাবারই খাচ্ছেন মুখ্যমন্ত্রী৷  তাঁকে পর্যবেক্ষণেও রাখা হয়েছে৷ তিহাড়ের ২ নম্বর সেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই সেলের খুব কাছেই রয়েছে কুইক রেসপন্স টিম। যাতে আপৎকালীন পরিস্থিতি তৈরি হলেই দ্রুত পদক্ষেপ করা সম্ভব হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =