বিজেপির হয়ে রামরাজ্যে ভোটে লড়বেন পর্দার ‘রাম’, কী প্রতিক্রিয়া অরুণ গোভিলের?

বিজেপির হয়ে রামরাজ্যে ভোটে লড়বেন পর্দার ‘রাম’, কী প্রতিক্রিয়া অরুণ গোভিলের?

arun govil

কলকাতা: রামরাজ্যে লোকসভা ভোটে প্রার্থী হলেন খোদ ‘রাম’। অভিনেতা অরুণ গোভিলকে উত্তরপ্রদেশের মীরাট কেন্দ্র থেকে টিকিট দিল বিজেপি। রবিবার লোকসভা ভোটের পঞ্চম প্রার্থিতালিকা প্রকাশ করে গেরুয়া শিবির৷ পশ্চিমবঙ্গের ১৯টি কেন্দ্র সহ সারা দেশে মোট ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই ছিল চমক৷ মিরাট কেন্দ্র থেকে অরুণের নাম ঘোষণা করা হয়। ভারতীয় জনতা পার্টির টিকিট পেয়ে উচ্ছ্বসিত অরুণ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷ অরুণ বললেন, “অনেক বড় দায়িত্ব। আশা করি বিজেপির মান রাখতে পারব।”

বছরের শুরুতেই রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছিলেন ছোট পর্দার তিন অভিনেতা৷ তাঁর মধ্যে অন্যতম ছিলেন তিনি। তখন থেকেই কানাঘুষো চলছিল, ভোটে দাঁড়াতে পারেন অরুণ। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 3 =