বান্ধবী অর্পিতাকে পুরভোটে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, বেঁকে বসেছিলেন বালু

বান্ধবী অর্পিতাকে পুরভোটে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, বেঁকে বসেছিলেন বালু

arpita mukherjee

কলকাতা: রেশন দুর্নীতির পর্দা ফাঁস হতেই ফের আলোচনার কেন্দ্রে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি৷ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর ফের আতশকাচের তলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়৷ কী ভাবে? রেশন দুর্নীতির অন্যতম কিংপিন বাকিবুর রহমানের প্রযোজিত ছবি ‘ম্যানগ্রোভ’-এ অর্পিতার অভিনয়ের কথা ইতিমধ্যেই প্রকাশ্যে।এখন জানা যাচ্ছে, শুধু অভিনয়ই নয়, অর্পিতাকে ভোটের রাজনীতিতেও আনতে চেয়েছিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বালুর ঘনিষ্ঠ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার একটি পুরসভা থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও সেই উদ্যোগ সফল হয়নি৷ নেপথ্যে বালু৷  অর্পিতা যাতে কোনওভাবেই টিকিট না পান, সে বিষয়ে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছিলেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

কিন্তু কেন অর্পিতার প্রার্থীপদ পাওয়ার ক্ষেত্রে বেঁকে বলেছিলেন বালু?  জানা গিয়েছে, কামারহাটিতে তৃণমূল স্তরে কথা বলে জ্যোতিপ্রিয় জানতে পারেন, অর্পিতা কামারহাটি এলাকার ভোটার হলেও তিনি সেখানে থাকেন না। ফলে স্থানীয় নেতৃত্ব বালুকে জানান, পুরভোটের মতো স্থানীয় নির্বাচনে ‘বহিরাগত’ প্রার্থী আনা হলে এর বিরূপ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =