প্রভুকে বাঁচিয়ে জঙ্গির গুলিতে শহিদ ‘কেন্ট’

প্রভুকে বাঁচিয়ে জঙ্গির গুলিতে শহিদ ‘কেন্ট’

army dog

শ্রীনগর: নিজের দায়িত্বে অবিচল থেকে আপ্রাণ লড়েছিল সে। শত্রুপক্ষের ছোড়া মুহুর্মুহু গুলির সামনা করেছিল বুক চিতিয়ে৷ জঙ্গিদের বন্দুক থেকে একের পর এক গুলি ধেয়ে আসছে, তখন লক্ষ্য স্থির রেখে ছুটে চলেছিল৷ ওর কাঁধে যে গুরু দায়িত্ব! সেই তো পাহাড়ের চড়াই-উতরাই বেয়ে এক কলাম সেনাকে পথ দেখাচ্ছিল৷ জঙ্গিরা কোথায় ঘাপটি মেরে রয়েছে, সেই মিশনে নেমেছিল সে৷ জঙ্গিদের হদিশ দিয়ে সেনাদের রক্ষাও করল সে৷ কিন্তু, দেশকে রক্ষা করতে গিয়ে নিজে শহিদ হল ‘কেন্ট’৷ জঙ্গিদের ছোড়া গুলি ঝাঁঝরা করে দিল ভারতীয় সেনার এই চতুষ্পদ সৈনিককে৷ 

সেনারা শপথ নেওয়ার সময় বলেন, ‘ভূমি-জল-আকাশ সব ভাবে দেশকে রক্ষা করব’৷ ৬ বছরের ল্যাব্র্যাডর কেন্টও তার ব্যতিক্রম নয়৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত বীর বিক্রমে লড়াই করল এই সারমেয়৷ রক্ষা করল সেনাদের প্রাণ৷  ২১ নম্বর আর্মি ডগ ইউনিটের সদস্য ছিল এই সারমেয়টি৷ কেন্টের মৃত্যুর পর সেনার তরফে টুইট করে বলা হয়, মঙ্গলবার সকালে শুরু হয় ‘অপারেশন সুজালিগালা’৷ জঙ্গিরা কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, তা খুঁজে বার করার দায়িত্ব ছিল কেন্টের উপরে৷ সেই দায়িত্ব নিষ্ঠা সহকারে পালনও করে সে৷ কিন্তু সেনাবাহিনীকে পথ দেখাতে দেখাতে কেন্ট যখন জম্মু ও কাশ্মীরের রজৌরির নারলা গ্রামে ঢোকে, তখনই সেনাকে লক্ষ্য করে চারিদিক থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ তা সত্ত্বেও এগিয়ে যাওয়ার চেষ্টা করে কেন্ট৷ গুলির মুখে আর সামলে উঠতে পারেনি সে৷ জঙ্গিদের গুলি শেষ করে দেয় ওকে৷ নিজের হ্যান্ডলার সহ বাকি সেনাদের বাঁচিয়েই শহিদ হল কেন্ট৷ এটাও ভারতীয় সেনার এক ঐতিহ্য৷ আরও একবার প্রমাণ হল, বুক চিতিয়ে লড়তে জানে ওরাও৷ 

জম্মু জোনের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং জানান, সোমবার রজৌরির পত্রারা অঞ্চলে দু’জন সন্দেহভাজন ব্যক্তি নজরে আসে। এরপরই শুরু হয় সেনা অভিযান। জঙ্গিরা পালিয়ে নারলা গ্রামে গিয়ে গা ঢাকা দেয়৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর সময় হামলার মুখে পড়ে সেনা-পুলিশের যৌথ বাহিনী। এনকাউন্টারে মৃত্যু হয় এক জঙ্গিরও৷ শহিদ হন এক জওয়ান। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি দুই জওয়ান এবং এক স্পেশাল পুলিশ অফিসার। দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হয় কেন্টের৷  

গত বছর জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর অ্যাসল্ট কুকুর জুমের৷ অনন্তনাগে জঙ্গি দমন অভিযান চলার সময় গুলি লাগে তার৷ আহত অবস্থায় জুমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই প্রাণ হারায় সে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + sixteen =