আর কতক্ষণের অপেক্ষা? বিজেপিতে আসছেন অর্জুন? জল্পনা তুঙ্গে

আর কতক্ষণের অপেক্ষা? বিজেপিতে আসছেন অর্জুন? জল্পনা তুঙ্গে

arjun to join bjp

নিজস্ব প্রতিনিধি: মনে হয় আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। যে কোনও মুহূর্তে আবার বিজেপিতে যোগদান করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রবিবার তৃণমূল অর্জুনকে প্রার্থী না করার পর থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। আর অর্জুনের অতীতের ‘ট্রাক রেকর্ড’ সেই জল্পনাকে নিশ্চিত ভাবে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ গত লোকসভাতেও তৃণমূলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে গিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। তাই অর্জুন ফের তৃণমূলে গেলে সেটা কোনও নতুন ঘটনা হবে না। ঘটনা হল টিকিট না পেয়ে অর্জুন হতাশ ও ব্যাপক ক্ষুব্ধ। রবিবার অর্জুন স্পষ্ট বলেছেন,”সবার আগে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলব। তাঁরা যা সিদ্ধান্ত জানাবেন সেটাই আমার সিদ্ধান্ত।লোকসভায় প্রার্থী করা হবে কথা দেওয়াতেই আমি তৃণমূলে ফিরেছিলাম।”

এদিন সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সঙ্গে অর্জুন আরও বলেন,”আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়ব। ব্যারাকপুরের বাইরে লড়ব না। বাহানা করে আল্টিমেটলি টিকিট দেওয়া হল না। এতে আমার কোনও দুঃখ নেই। তবে দল আগে বলে দিতেও পারত যে আমাকে দেবে না।” সেই সঙ্গে বলেন,”আক্ষেপ থাকবে। দেড় বছর ধরে টিকিট দেবে বলে দল নিয়ে এল। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি। আমাকে বলা হচ্ছিল এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাবো না তো। এখানে জন্মেছি, এখানেই মরব।” অর্জুন সিংকে টিকিট না দেওয়ায় ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় তাঁর অনুগামীরা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন।

ব্যারাকপুর শিল্পাঞ্চল রাজনীতিতে তৃণমূলের দুই বিধায়ক সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যামের বিরোধী গোষ্ঠীর বলেই পরিচিত অর্জুন। এই দুই বিধায়ক চাইছিলেন না অর্জুনকে এবার প্রার্থী করা হোক। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে সে কথা বহুবার জানিয়েছেন তাঁরা। এরপরই দেখা যাচ্ছে ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। তবে অর্জুন সুস্পষ্টভাবে বিজেপিতে যাওয়ার কথা না বললেও তাঁর ঘনিষ্ঠরা বলছেন,”তৃণমূল যেহেতু কথা দিয়ে রাখেনি, তাই দাদা বিজেপিতে যেতে তৈরি আছেন।” 

অর্জুনের পুত্র পবন সিং ভাটপাড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে সেখানেই রয়েছেন। তাই অর্জুনের ফের বিজেপিতে ফিরতে অসুবিধা হবে না বলেই রাজনৈতিক মহল মনে করে। সবচেয়ে বড় কথা এখনও পর্যন্ত ব্যারাকপুরে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তাই অর্জুনের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলে অনেকেই মনে করছেন। আর অর্জুনের মতো ‘ডাকাবুকো’ প্রার্থী পেলে বিজেপি যে তাঁকে লুফে নেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুরে ফের চমক দেখা যাবে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। আর অর্জুন বিজেপিতে ফিরলে এই কেন্দ্রে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা স্পষ্ট। এই পরিস্থিতিতে ব্যারাকপুরের রাজনীতি কোন পথে হাঁটবে কয়েকদিনের মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে।

আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update

টার্ম ইনস্যুরেন্স কী? এই বিমা কেনার আগে মাথায় রাখুন এই সব বিষয়, না হলেই মিুশকিল | Personal Finance | Term Insurance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =