ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচের আগে মেগা অনুষ্ঠান! মঞ্চ মাতাবে অরিজিৎ

ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচের আগে মেগা অনুষ্ঠান! মঞ্চ মাতাবে অরিজিৎ

কলকাতা: জমে উঠেছে বিশ্বকাপের আসর৷ চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ তবে শনিবারের ম্যাচের জন্য যেন মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব৷  আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান মহারণ। আর এই হাই ভোল্টেজ ম্যাচের আগে পারফর্ম করবেন বলিউডের পয়লা নম্বর গায়ক অরিজিৎ সিং। ম্যাচ শুরুর আগে অরিজিৎ-এর একটি স্পেশাল পারফরম্যান্সের আয়োজন করা হয়েছে।

এদিকে, এখন থেকেই ভারত-পাক ম্যাচের পারদ চড়তে শুরু করেছে আহমেদাবাদে। ম্যাচ শুরু হবে দুপুর দুটোয়। তার আগে বেলা সাড়ে ১২টা থেকে শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। ওই অনুষ্ঠানে থাকবে আরও চমক৷ এক কথায় শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসবে চাঁদের হাট৷ মাঠে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচীন তেণ্ডুলকরের মতো ব্যক্তিত্বরা৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে তাঁদের হাতে গোল্ডেন কার্ড তুলে দেওয়া হয়েছে। ভারত-পাক ম্যাচের আগেই জমে উঠবে স্টেডিয়াম। 

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টা থেকে অরিজিৎ-এর পারফরম্যান্স শুরু হবে। অরিজিৎ-এর পাশাপাশি ওই অনুষ্ঠানে গান গাইবেন সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও।

পাক ক্রিকেটারদের কাছে বলিউডের ছবি বেশ জনপ্রিয়। শাহরুখ খান-সলমন খানদের বহু ফ্যাল রয়েছে ওয়াঘার ওপারে। বলিউডি গান বারবার মন ছুঁয়েছে পাকিস্তানের৷ ফলে বাবর-রোহিতরা মুখোমুখি হওয়ার আগেই দারুণ এক আবহ তৈরি হতে চলেঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে৷ ইতিমধ্যেই দু’দল আহমেদাবাদে পৌঁছে গিয়েছে। শনিবার তাঁরা নেমে পড়বেন বাইশ গজের লড়াইয়ে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *