মেসিদের বিশ্বজয়ে লুসাইল স্টেডিয়ামে পোশাক খুলেছিলেন! কী হল আর্জেন্টিনার ওই দুই তরুণীর?

মেসিদের বিশ্বজয়ে লুসাইল স্টেডিয়ামে পোশাক খুলেছিলেন! কী হল আর্জেন্টিনার ওই দুই তরুণীর?

fbd22207788cd35db55dba7d6bf9fbe2

কলকাতা: ২০২২ সালে ফুটবলের রণাঙ্গন ছিল কাতারে৷ আয়োজক কাতার বারাবরই রক্ষণশীল৷ ফলে বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের জন্য আগাম বিধিনিষেধ জারি করে দিয়েছিল বেদুইন দেশের সরকার৷ কাতার প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছিল, তাদের দেশের সংস্কৃতিতে ক্ষুন্ন করে এমন কোনও কাজ করা যাবে না। সেদেশের বিভিন্ন কঠোর আইন সম্পর্কে সচেতন করে দেওয়া হয়েছিল। আইন ভেঙে অনেকে শাস্তির মুখেও পড়েছেন৷ অথচ জামা খুলেও ছাড় পেয়ে গেলেন আর্জেন্টিনার দুই সুন্দরী তরুণী।

আরও পড়ুন- তেইশের মেসি বনাম তেইশের এমবাপে… ফারাক কতখানি? পরিসংখ্যান কিন্তু চমকে দেওয়ার মতই

৩৬ বছরের খরা কাটিয়ে ফের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা৷ পেনান্টি শুটআউটে ফ্রান্সকে উড়িয়ে দিতেই বাধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টিনার গ্যালারি৷ খুশির চোটে লুসাইল স্টেডিয়ামে টি-শার্ট খুলে ফেলেন আর্জেন্টিনার দুই তরুণী। যা কাতারের আইন অনুযায়ী অপরাধ৷ কারণ সে দেশে মহিলারা খোলামেলা এবং শরীর চাপা পোশাক পরতে পারেন না। আইনি ঝুঁকি রয়েছে জেনেও নিজেদের আটকে রাখতে পারেননি তাঁরা৷ আর্জেন্টিনার জয়ের আনন্দে অর্ধনগ্ন হয়ে যান৷ অনাবৃত করেন শরীরের উপরের অংশ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে৷ এর পরেও নিজেদের একাধিক খোলামেলা ছবি নেটপাড়ার ঠিকানায় পাঠান তাঁরা। এই ঘটনার পর অনেকেই মনে করেছিলেন, আর্জেন্টিনার ওই দুই তরুণী হয়তো কাতারে আইনি সমস্যায় পড়বেন। দেশে ফেরা সহজ হবে না তাঁদের। তবে তেমনটা কিছু হয়নি৷ নির্বিঘ্নেই আর্জেন্টিনা ফিরে গিয়েছেন তাঁরা। দেশে ফেরার সময় বিমানের মধ্যে নিজেদের ছবিও শেয়ার করেছেন দুই লাস্যময়ী৷ সঙ্গে লেখেন,  কাতার সফর দারুণ উপভোগ করেছেন তাঁরা।

মনে করা হচ্ছে, এই বিষয়টি কোনও কারণে কাতার প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছে অথবা বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় এ নিয়ে আর মাথা ঘামাতে চায়নি কাতার৷ টি-শার্ট খুলে সমালোচনার মুখে পড়লেও, অনেকেই আবার তাঁদের পাশে এসে দাড়িয়েছেন। সাহসের সঙ্গে স্বপ্ন পূরণের মুহূর্ত উদ্‌যাপন করার জন্য তাঁদের প্রশংসাও করেছেন৷ 

দেশে ফেরার আগে আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেন ওই দুই তরুণীর মধ্যে একজন নোয়ি। তিনি লিখেছেন, ‘‘এই পতাকাটি আপনাদের সকলকে উৎসর্গ করছি। আমার পরিবার, বন্ধু, দেশের দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষকে উৎসর্গ করছি। শুভকামনার জন্য আপনাদের  ধন্যবাদ জানাই। জানি তাঁরা মন থেকে আমাকে সমর্থন করেছেন। এটা আমার জীবনের সেরা সফর।’’ আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের বেশ কিছু ছবি এবং ভিডিয়োও পোস্ট করেছেন নোয়ি৷ মরু দেশে বিশ্বজয়ের বিতর্কিত উদ্‌যাপন নিয়ে তাঁর সাফ কথা, ‘‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর যেমন খুশি তেমন ভাবে উদযাপন করা যায়।’’