এবার পুজোয় প্রণব-কণ্ঠে বাজবে চণ্ডীপাঠ, মণ্ডবে সত্যজিৎ গড়বেন পথের পাঁচালি!

প্রণব বাবুর নিজের বাড়িতেও দুর্গা পুজা হত প্রতি বছর। তিনি নিজেই সেই পুজোর দায়িত্বে থাকতেন। এমনকি সেখানে প্রণব মুখোপাধ্যায় নিজে চণ্ডীপাঠ করতেন। সেই কথা মাথায় রেখেই আজ সকালে উত্তর কলকাতার 'খোলা হাওয়া' মুক্তমঞ্চে অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গা পুজা সমিতি একটি অনুষ্ঠান আয়োজন করে।

 

নিজস্ব প্রতিবেদন:  প্রয়াত হয়েছেন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে গোটা দেশ৷ একাধিক রাষ্ট্রনেতাও শোকবার্তা পাঠিয়েছেন৷  পাশাপাশি তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মাত্র একবেলার মধ্যেই আজ চণ্ডীপাঠেন আয়োজন করেছিল উত্তর কলকাতার উল্টোডাঙ্গা অঞ্চলের অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গা পুজা সমিতি। চণ্ডীপাঠের মাধ্যমে প্রণববাবুকে স্মরণ করা হয়৷ পাশাপাশি এবারের পুজোয় প্রণববাবুর নিজের গলায় বলা চণ্ডীপাঠ শোনানো হয় বলেও জানিয়েছে পুজো কমিটি।

সত্যজিতের পাশে প্রণব মুখোপাধ্যায়, অরবিন্দ সেতু সার্বজনীন

প্রণব বাবুর নিজের বাড়িতেও দুর্গাপুজো হত প্রতি বছর। তিনি নিজেই সেই পুজোর দায়িত্বে থাকতেন। এমনকী, সেখানে প্রণব মুখোপাধ্যায় নিজে চণ্ডীপাঠ করতেন। সেই কথা মাথায় রেখে আজ সকালে উত্তর কলকাতার 'খোলা হাওয়া' মুক্তমঞ্চে অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গা পুজা সমিতি একটি অনুষ্ঠান আয়োজন করে। দুর্গা পুজোর এবারের থিম হিসাবে তারা বেছেছেন বিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিত রায়ে'র প্রথম ছবি 'পথের পাঁচালি'কে। এবছর সত্যজিতের জন্মশত বর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই থিমের ভাবনা। কিন্তু আরেক বরেণ্য বাঙালির এভাবে চলে যাওয়াতে সমিতি মুহ্যমান। তাই তাঁকেও সমান ভাবে সম্মান জানাতে চান তাঁরা।

প্রণব বাবুর শ্রদ্ধায় অরবিন্দ সেতু সার্বজনীন

সমিতির এক সদস্য মিন্টু পাত্রের কথায়, “এ বছর আমাদের পুজো ৪৪ তম বর্ষে পা দিতে চলেছে। সত্যজিত রায়কে সম্মান জানাতে এবছরের থিমের নাম ভাবা হয়েছিল 'পাঁচালিরর দুর্গা'। গতকাল বাঙালির আইডল প্রণব বাবুকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাই এবারের পুজোয় তাঁকেও সম্মান জানাতে চান পুজো সমিতির সদস্যারা। সেই কারণে স্থির করা হয়েছে পুজোর চার দিন পুজো প্রাঙ্গণে প্রণব বাবুর নিজের গলায় চণ্ডীপাঠ চালানো হবে।’’ শোভাবাজার রাজবাড়ির প্রধান পুরোহিত কেশরি বাবু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনিই আজ চণ্ডীপাঠ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। চণ্ডীপাঠের মধ্যে দিয়েই শ্রেষ্ঠ বাঙালি প্রণব মুখোপাধ্যায়ের কথা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গা পুজা সমিতির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =