শনিবার রাতের আকাশে দেখা মিলবে গোলাপী চাঁদের, এর রহস্য কী?

শনিবার রাতের আকাশে দেখা মিলবে গোলাপী চাঁদের, এর রহস্য কী?

450999e62e4a88b344441d858988a3d9

নয়াদিল্লি:  রাতের আকাশে দেখা মিলবে অদ্ভূত দর্শন চাঁদের৷ পূর্ণিমার রাতের মতো দুধ সাদা বা হালকা হলুদ নয়, উদিত হবে পূর্ণ গোলাপি চাঁদ বা Full Pink Moon৷ এই চাঁদকে এপ্রিল ফুল মুনও বলা হয়ে থাকে৷ কিন্তু কবে দেখা মিলবে পিঙ্ক মুনের? 

আরও পড়ুন- ঘণ্টায় ৩৫ হাজার কিমি বেগে ধেয়ে আসছে মহাকাশের বৃহত্তম ধূমকেতু, আকার জানাল নাসা

আগামী শনিবার ১৬ এপ্রিল রাতের আকাশে ধরা দেবে এই চাঁদ৷ তবে ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিলের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গোলাপি চাঁদের দর্শন মিলবে৷ ওয়াশিংটনে নাসার সদর দফতরের বিজ্ঞান মিশন ডিরেক্টরেটের প্রোগ্রাম এক্সিকিউটিভ গর্ডন জনসন জানান, এই সপ্তাহান্তকে ফুল মুন সপ্তাহান্ত বলা হয়ে থাকে৷ পূর্ণ চন্দ্র বা ফুল মুন মাসে একবারই ঘটে৷ সেই সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একটি কাল্পনিক ১৮০ ডিগ্রি রেখায় পড়ে৷ 

গোলাপী চাঁদ

নাসার বিজ্ঞানী আন্দ্রেয়া জোনাস বলেন, চাঁদের কক্ষপথের চেয়ে পৃথিবীর কক্ষপথ পাঁচ ডিগ্রি ভিন্ন৷ সেজন্য চাঁদ পৃথিবীর ছায়ার সামান্য উপরে বা নীচে থাকে। আর সূর্যের আলো চাঁদের নিকটতম অংশকে আলোকিত করে৷ এই অংশটুকু পৃথিবীর দিকে থাকে৷ এর আগে ২০২০ সালে যখন দেশজুড়ে লকডাউন চলছে, তখন ভোরের আকাশ মোহময়ী করে তুলেছিল সুপার পিঙ্ক মুন। এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থেকেছিল বহু মানুষ৷ 

গোলাপী চাঁদ বা এপ্রিল ফিল মুন ছাড়াও আরও বেশ কিছু নাম রয়েছে এই চাঁদের৷ যেমন- স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন, ফিশ মুন ইত্যাদি। ইহুদিরা একে পিসাক বা পাসওভার মুনও বলে ডাকে। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা একে রাসকল চাঁদ বলে অভিহিত করে থাকে৷ আকাশে এই চাঁদের ঝলক দেখার পরেই ইস্টারের তারিখ নির্ধারিত হয়৷

অন্যদিকে, খুব শীঘ্রই দেখা মিলবে স্ট্রবেরি মুনের৷ আগামী ১৪ জুন ২০২২-এ এই স্ট্রবেরি মুন দৃশ্যমান হবে। এরপর ১৩ জুলাই দেখা যাবে সুপার ব্ল্যাক মুন৷ সুপার স্ট্রবেরি মুনকে ১৪ শতাংশ এবং সুপার ব্ল্যাক মুনকে ৭ শতাংশ বড় দেখা যাবে৷ 

অন্যদিকে, চলতি বছর ১৫ ও ১৬ মে চন্দ্রগ্রহণ রয়েছে৷ সাধারণত, গ্রহণের সময় চাঁদের রং মর্চে পড়া লোহার মতো লাল হয়ে যায়। চাঁদের এই রূপকে ব্লাড মুন বলে অভিহিত করা হয়। সূর্যের আলো পৃথিবীর চার দিক থেকে গিয়ে চাঁদের উপর পড়লে, চাঁদকে লাল দেখায়৷