কলকাতা: প্রত্যন্ত গ্রামীণ বাংলার বীরভূম জেলার অন্তর্গত, আর্থ সামাজিক ভাবে পিছিয়ে পড়া কয়েকটি বস্ত্র প্রস্তুতকারক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ‘সামগ্রী’র প্রচারের উদ্দেশ্যে বিজ্ঞাপন শ্যুট করলেন বিজেপির জাতীয় সচিব অনুপম হাজরা। সেই শুটিংয়ের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন খোদ বিজেপি নেতা।
অনুপম জানাচ্ছেন, বহু আগে থেকেই এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে পরিচয় রয়েছে তাঁর। বহু বছর ধরে এদের সামগ্রীর প্রচার তিনি ভারত তথা বিদেশ জুড়ে করে আসছেন। এখন তারা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতে চায়, তাই তাঁকে আহ্বান জানানো হয়েছিল প্রচারের জন্য। বহু সময় আগে থেকে পরিচয় থাকায় তিনি না করতে পারেননি বলে জানিয়েছেন অনুপম। তিনি আরো বলেন, এই স্বনির্ভর গোষ্ঠীর কাছে পর্যাপ্ত অর্থ নেই নিজেদের সামগ্রীর প্রচার করার, এমনকি তাদের কাছে বিজ্ঞাপন পাওয়ার কোন সুযোগও নেই। সেই কারণেই তিনি তাদের হয়ে বিজ্ঞাপন প্রচার করতে সহমত পোষণ করেছেন। অনুপম জানাচ্ছেন, ইতিমধ্যেই তারা সিঙ্গাপুর, দুবাই এবং ব্রিটেনে কয়েকটি আউটলেট খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। তাই তিনি এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সকলের যোগাযোগ স্থাপন করিয়ে দিতে চান, তাহলে এই সমস্ত গোষ্ঠীর সদস্যরা ভবিষ্যতে আরো বেশি উদ্বুদ্ধ হবেন বলে ধারণা অনুপমের।
…for a social cause !!! প্রত্যন্ত গ্রামীণ বাংলার, বীরভূম জেলার অন্তর্গত, আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পড়া কয়েকটি…
Posted by Anupam Hazra on Monday, 16 November 2020