anupam hazra
শান্তিনিকেতন: গত বছর রাখিপূর্ণিমার দিনেই গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর পর থেকেই জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ তাঁর বর্তমান ঠিকানা দিল্লির তিহাড় জেল৷ বুধবার গুড়-বাতাসায় অনুব্রতের গ্রেফতারির ‘বর্ষপূর্তি’ পালন করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। এক সময় কেষ্টকে ‘কাকা’ বলে সম্বোধন করতেন অনুপম৷ বিজেপি নেতার মন্তব্য, ‘‘এক সময় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন উনি। তাই ওঁরই পছন্দের গুড়-বাতাসা এবং নকুলদানা খাইয়ে রাখির দিন সবার মধ্যে একতা বৃদ্ধির চেষ্টা করছি আমরা।’’ অন্য দিকে, অনুপমের এই কীর্তিতে তৃণমূলের কটাক্ষ, ‘‘বীরভূমে বিজেপি বলে কিছুই নেই। প্রচার পেতেই এসব করছেন অনুপমরা।’’
বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনা গৃহের সামনে অনুব্রতের গ্রেফতারির ‘অ্যানিভার্সারি’ পালন করেন অনুপমরা। গত বছর অগাস্ট মাসে রাখির দিনেই বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাসভবন থেকে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। বুধবার রাখি হাতে বিশ্বভারতীর সামনে জড়ো হন অনুপম ও অন্যান্য বিজেপি কর্মীসমর্থকেরা৷ একে অপরকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান তাঁরা৷ মিষ্টির থালায় ছিল গুড়-বাতাসা এবং নকুলদানা।
অনুপমের বক্তব্য, ‘‘গত বছর রাখিপূর্ণিমার দিন অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল। তৃণমূলের জেলা সভাপতির সময় বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে। সেই গ্রেফতারের দিনটাকে স্মরণ করিয়ে দলের কর্মীদের উদ্বুদ্ধ করছি। এটা বিজেপি কর্মীদের কাছে মুক্তির দিন। তাছাড়া রাখি উৎসব একতার দিন। আজ সমস্ত নেতাকর্মীদের একজোট করে ‘ইউনাইটেড বোলপুর’-এর বার্তা দিতে চাইছি৷।’’