জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত কন্যার, আপাতত তিহাড়েই সুকন্যা

জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত কন্যার, আপাতত তিহাড়েই সুকন্যা

নয়াদিল্লি:  তিহাড় থেকে আপাতত মুক্তি পেলেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আগামী ১২ জুলাই পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখা নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শুধু সুকন্যাই নয় জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়েছে অনুব্রতের হিসেব রক্ষক মনীশ কোঠারীরও। যে মামলায় সুকন্যার জেল হেফাজত বৃদ্ধি করা হয়েছে, সেই মামলার পরবর্তী শুনানি গরমের ছুটির পর। অর্থাত্ আগামী ২ মাস তিহাড়েই থাকতে হবে সুকন্যাকে। যদিও এই মামলার জামিন সংক্রান্ত শুনানি হতে পারে ২৬ মে। 

গত ২৬ এপ্রিল দিল্লিতে ইডির সদর দফতরে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। অনুব্রত কন্যাকে টানা তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর থেকেই সুকন্যা তিহাড় জেলে। অনুব্রতর পাশাপাশি সুকন্যার বিরুদ্ধেও চার্জশিট দায়ের করা হয়েছে। সুকন্যার আইনজীবীর দাবি, কেন বিচারাবিভাগীয় হেফাজতে রাখা হচ্ছে সুকন্যাকে। সুকন্যার বেশ কিছু শারীরিক সমস্যা আছে বলেও জামিনের আর্জিতে জানানো হয়েছে। 

ইডি সূত্রে খবর, সুকন্যা অনুব্রতর যাবতীয় ব্যবসা, গরুপাচার সহ বেহিসাবি টাকা দেখাশোনা করতো। যদিও সুকন্যা আত্মপক্ষ সমর্থনে জানান, অনুব্রতর ব্যবসা সংক্রান্ত কোন বিষয়ই তিনি জানেন না। সুকন্যার বিরুদ্ধে অভিযোগ গোটা বিষয়টিই জানতেন তিনি। মনীশ কোঠারির বয়ানের ভিত্তিতেই এই তথ্য। তাই জটেই সুকন্যার মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 12 =