কলকাতা: গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডেরেক্টরেট(ইডি)৷ গতকালই এই নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট৷ এই নির্দেশের মধ্যেই মঙ্গলবার সকাল সকাল অনুব্রতকে আসানসোলের বিশেষ সংশোধানাগার থেকে বের করে আনা হল। সকাল তখন আটটা হবে৷ সংশোধনাগার থেকে বার করে গাড়িতে তোলা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কেষ্টকে নিয়ে দুবরাজপুরের দিকে যাচ্ছেন ইডি-র আধিকারিকরা৷ অন্য একটি মামলায় তাঁকে দুবরাজপুরের আদালতে তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও তদন্তকারী বা জেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি৷
আরও পড়ুন- কোভিড থেকে কি মুক্তির পথে বাংলা? রইল তথ্য
অন্যদিকে, অনুব্রতকে যাতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা দিল্লিতে নিয়ে যেতে না পারেন, তার জন্য তৃণমূল নেতারা সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন বলে সূত্রের খবর। এই আবহেই ২০১৪ সালের একটি মামলায় পুলিশ কেষ্টকে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৩ জুন দুবরাজপুর টাউন থানার সাব ইন্সপেক্টর অমিত চক্রবর্তী খুনের মামলায় নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের৷ কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে সেই সময় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেনি পুলিশ। মনে করা হচ্ছে, এখন সেই মামলাতেই অনুব্রতকে নিজেদের হেফাজতে পেতে চাইছে পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>