বোলপুর: ফের নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ মোদিকে আক্রমণ করে করোনাভাইরাসের সঙ্গে তুলনা অনুব্রতর৷ সাফ জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাস থেকেও বিপজ্জনক মোদি ভাইরাস৷ এই ভাইরাস দূর করতে কী করতে হবে, তার দাওয়াই দিয়েছেন তিনি৷
করোনা ভাইরাসের প্রসঙ্গ তুলে খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন অনুব্রত৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয় অনুব্রত মণ্ডলের মন্তব্য, ‘‘করোনা ভাইরাস যেটা হয়েছে, তার থেকে ভারতবর্ষে বেশি ভাইরাস ছড়িয়েছে৷ ইয়েস ব্যাংক শেষ হয়ে গেল৷ অর্থনীতি শেষ হয়ে গিয়েছে৷ কেউ কেউ হাজার হাজার কোটি টাকা হাতিয়া দেউলিয়া ঘোষণা করে বিদেশে পালিয়ে গিয়েছে৷ এর থেকে বড় ভাইরাস আর কী আছে? এটা একমাত্র মোদি ভাইরাসের কারণে হয়েছে৷ চেষ্টা করা হবে গোটা দেশ থেকে মোদি ভাইরাস কীভাবে তাড়াতে হয়৷ আমরা এই ভাইরাসকে নষ্ট করার চেষ্টা করছি৷
এর আগেও বিজেপির বিরুদ্ধে ‘ডাঙের বাড়ি’ মারার পরামর্শ দিয়েছিলেন অনুব্রত৷ সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভায় যাওয়ার পথে একটি মিছিল থেকে দেওয়া হয় গোলি মারো স্লোগান। আর এই নিয়ে তেতে ওঠে রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এই স্লোগান যারা দিয়েছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। কলকাতা পুলিশ সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ২৫ জনকে চিহ্নিত করেছে। ধরাও পড়েছে বেশ কয়েকজন। বাকিদের ধরতে পুলিশের নাকা চেকিং অব্যাহত। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন কী করতে হবে।
বীরভূমে অনুব্রত মণ্ডল একটি সভা করেন। সেই সভায় দিল্লির ঘটনা নিয়ে তাঁকে মুখ খুলতে দেখা যায়। দিল্লির দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী মুখ না খোলার সমালোচনায় সরব হন এই তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডল এও বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি এ বছর হোলি খেলবেন কারণ করোনা ভাইরাস। অথচ একাবারও বললেন না দিল্লির ঘটনার জন্য তিনি হোলি খেলবেন না।