কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এর আগেও ‘প্রভাবশালী’ তত্ত্ব উঠেছে আদালতে৷ শুক্রবার ফের গরু পাচার মামলার শুনানিতে উঠে এল সেই তত্ত্ব। এবার অনুব্রতর প্রভাবশালী হওয়ার কথা উল্লেখ করলেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। অনুব্রতর জামিনের আর্জি জানিয়ে যে মামলাটি হয়েছে, শুক্রবার ছিল সেই মামলার শুনানি৷ এদিন এজলাসে অনুব্রতকে ‘প্রভাবশালী’ বলে উল্লেখ করেছেন বিচারপতি বাগচি। ফলে অনুব্রতর জামিন পাওয়ার পথে অন্যতম কাঁটা এই তত্ত্ব৷ এই প্রসঙ্গে নিম্ন আদালতের বিচারকের কাছে আসা হুমকি চিঠির কথাও উল্লেখ করেছেন বিচারপতি।
শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ছিল অনুব্রত মামলার শুনানি। অনুব্রতর পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, গরু পাচার মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন এনামুল হক এবং সতীশ কুমার। অনুব্রতর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই৷ তাহলে কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না? ইতিমধ্যে চার মাস জেলে কাটিয়ে ফেলেছেন অনুব্রত৷ ৬ অক্টোবর চার্জিশিটও দিয়ে দিয়েছে সিবিআই৷
আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি বাগচীর মন্তব্য, যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের থেকে অনুব্রত মণ্ডল অনেক বেশি প্রভাবশালী৷ তিনি আরও বলেন, ‘বিচারক নিজে হুমকি পেলে সেটা কি আদালত তুচ্ছ করে দেখবে?’ বিচারপতির সাফ জানান, ‘‘শুধু কয়েকজন সাক্ষী নন এক্ষেত্রে বিচারকও হুমকির শিকার! সুতরাং অনুব্রত মণ্ডল অনেক বেশি প্রভাবশালী এটা স্পষ্ট।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>