দিল্লির ঠান্ডায় কাবু কেষ্ট! তিহার থেকে বেরতে চাইছেন না ‘বীরভূমের বাঘ’, ভর্চুয়ালি হাজিরার আর্জি

দিল্লির ঠান্ডায় কাবু কেষ্ট! তিহার থেকে বেরতে চাইছেন না ‘বীরভূমের বাঘ’, ভর্চুয়ালি হাজিরার আর্জি

anubrata mondal

নয়াদিল্লি: দিল্লির ঠান্ডার কথা কারও অজানা নয়৷ কনকনে ঠান্ডায় কাবু  রীবভূমে তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় প্রায় এক বছর ধরে তিহার জেলে বন্দি হয়ে রয়েছেন বীরভূমের ‘বাঘ’৷ বারবার জামিনের আবেদন জানিয়েও লাভ হয়নি৷ জেলে থাকতে থাকতে শরীর এবং মন দুই ভেঙেছে কেষ্টর৷ তাই স্বশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যহতি চান বীরভূমের ‘বাঘ’৷

যদিও দিল্লিতে এখন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে রয়েছে। কিন্তু বাঙালি ‘শীত কাতুরে’৷ একটু ঠান্ডাতেই কাবু৷ ঠান্ডায় কাবু কেষ্টও। অনুব্রতের পাশাপাশি তিহাড়ে বন্দি রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা এবং একদা ছায়াসঙ্গী সেহগাল হোসেন৷ তাঁরাও আদালতে ভার্চুয়ালি হাজির হওয়ার আর্জি জানান৷ দিল্লির রাউস অ্যাভিনিউ  আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 3 =