‘ভাইরাস’ দিলীপকে দলে আহ্বান অনুব্রতর! ‘গোবরে স্নান অভ্যাস আছে, সানিটাইজ করে নেব’

অনুব্রত মণ্ডল পাল্টা দিলীপ ঘোষকেই তৃণমূলে আহ্বান জানালেন!

 

ইলামবাজার: নাম না করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অনুব্রত মণ্ডলকে বিজেপিতে আহ্বান জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ইলামবাজারের এক কর্মীসভায় তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল পাল্টা দিলীপ ঘোষকেই তৃণমূলে আহ্বান জানালেন! তবে তার আগে দিলীপকে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস বলে কটাক্ষ করেছেন তিনি। তবে যাকে তিনি ভাইরাস আক্রমণ করছেন, তাকেই কিভাবে দলে নেবেন এ বিষয়ে প্রশ্ন করা হলে তারও ব্যাখ্যা দেন অনুব্রত।

বীরভূমের তৃণমূল সুপ্রিমো বলেন, “দিলীপ ঘোষ একজন ভয়ঙ্কর ভাইরাস বটে, তবে তাকে দলে নেওয়ার আগে ভালো করে স্যানিটাইজ করে নেওয়া হবে। এখানে কোনো ডোবার জলেও চান করিয়ে নেব। আর ওদের তো গোবর মাখার স্বভাব আছে, গোবর মেখে নেবে।” দিলীপ ঘোষকে আক্রমণ করার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও এদিন একহাত নিলেন অনুব্রত মণ্ডল। মন্তব্য করলেন, বিজেপি আদতে কোনো দল নয়। আজকে গোটা দেশকে কোন জায়গায় নিয়ে গেছে তা সবাই দেখতে পাচ্ছে। ভারতবর্ষের জিডিপির হাল, টাকার দাম সব ইস্যু নিয়েই বিজেপিকে তোপ দাগেন  তিনি। একইসঙ্গে বলেন, ২০১৪ সাল থেকে কিচ্ছু করেনি এই সরকার। চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, হয়নি। সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাবে বলেছিল, হয়নি। এদিকে বাংলার মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী ৬৬ টি প্রকল্পের ঘোষণা করেছেন। পৃথিবীর বুকে এই রাজ্যের নাম উজ্জ্বল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের কথা ভাবেন, সকল জাতির কথা ভাবেন। কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী একজন অপদার্থ এবং মিথ্যাচারী।

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি তাঁকে দলে আহ্বান জানিয়েছেন, এ বিষয়ে উত্তর দিতে গিয়ে অনুব্রত বলেন, “ও তো পুরো ভাইরাস। ওর মতো ভাইরাস গোটা পশ্চিমবঙ্গে কেউ আছে নাকি? ও আমার নাম না করে বিজেপিতে আসতে বলছে, আমি সরাসরি ওর নাম নিয়ে বলছি, তুমি তৃণমূলে এসো। আমার বুথের কর্মীর সঙ্গে মেশো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *