anubrata mondal
নয়া দিল্লি: গরু পাচার মামলার ধৃত অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহাড় জেল৷ বারবার জামিনের আবেদন জানালেও জেলমুক্তি ঘটেনি একদা বীরভূমের বেতাজ বাদশার৷ ফিরতে পারেননি আসানসোলেও৷ এদিকে, জেলে অনেকটাই কমেছে কেষ্টর৷ সে কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা৷ তাঁর শরীর যে ভাল নেই, সে কথা বারেবারেই উল্লেখ করেছেন তিনি৷ শরীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদনও জানিয়েছিলেন। কিন্তু পাননি। মঙ্গলবারও জামিন খারিজ হয়ে যায় তাঁর। সূত্রের খবর, আজ নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় বারেবারে পায়ে ব্যথার কথা উল্লেখ করেন অনুব্রত৷ কিন্তু, কী হয়েছে কেষ্টর?
আইনজীবীদের জানান, অনুব্রতর পায়ের হাড় ক্ষইতে শুরু করেছে। ডান দিকের পায়ে ব্যথা রয়েছে তাঁরা। যার জেরে পা ক্রমশ রোগা হয়ে যাচ্ছে। ঠিক মতো হাঁটতেও পারছেন না৷ আজও হুইলচেয়ারে বসেই রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিতে আসেন তিনি। অন্যদিকে, এ দিন গরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত সায়গল হোসেনের হাতে দেখা যায় ব্যান্ডেজ বাঁধা। জেলেই হাতে চোট পেয়েছেন তিনি। সেই ব্য়থা যে কমেনি তা ব্যান্ডেজ থেকেই স্পষ্ট৷