বীরভূম: ভোট এলেই শোনা যায় অনুব্রত মণ্ডলের ‘উষ্ণ মন্ত্র’। কখনও ‘গুড় বাতাসা’, কখনও আবার ‘চরাম চরাম’ কিংবা ‘পাচনের বারি’, সবই এসেছে কোনও না কোনও ভোটের হাত ধরে। একুশের বিধানসভা ভোটের আগে বলেছিলেন, ‘ভয়ঙ্কর খেলা’র হবে। সে খেলা মিটে গিয়েছে৷ এবার আসছে পুরভোট। প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা৷ ২৭ ফেব্রুয়ারি ভোট হবে রাজ্যের সবকটি পুরসভায়। আর পুরভোটের আগে হকি খেলার ইচ্ছা প্রকাশ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷
আরও পড়ুন- লেখাপড়ায় অভিষেক! জানেন হাতেখড়ি দেওয়া এই খুদে কে?
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিধানসভা ভোটে বিধানসভার মতো খেলা হয়েছে। এটা জেলার ভোট৷ এখানে সেরকমই খেলা হবে।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘হকি খেলাটা বেশ ভাল হয়। এবার ওটাই খেলা হবে।’ অনুব্রত বলেন, “খেলায় যা যা থাকা দরকার তাই থাকবে৷ ক্রিকেট হলে ব্যাট থাকবে, হকি হলে হকি স্টিক থাকবে, ফুটবলে হলে ফুটবল থাকবে, ব্যাডমিন্টন হলে ব্যাডমিন্টন থাকবে।” এরপর সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হকি হলেই ভাল হবে, তাই না? হকিই খেলা হোক তা হলে।’
অর্থাৎ এবার পুরভোটে যে হকি খেলা হবে, তা স্পষ্ট করে দিয়েছেন অনুব্রত৷ কিন্তু কোনও নিয়মে খেলা চলবে? ভোট প্রচারে নামলেই তা টের পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অনুব্রতর সাফ কথা, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা করেই ভোটে জিতবে তৃণমূল৷ বিধায়ক, সাংসদরাই ভোট করবেন। আমাকে ডাকলে যাব। কমিটি ঘোষণা করা হয়ছে৷ প্রত্যেক পুরসভার ভোট দেখাশোনার দায়িত্ব তাদের৷’’