অস্বস্তিতে অনুব্রত, দিল্লি হাই কোর্টে ফের পিছল কেষ্টর জামিনের আবেদনের শুনানি

অস্বস্তিতে অনুব্রত, দিল্লি হাই কোর্টে ফের পিছল কেষ্টর জামিনের আবেদনের শুনানি

নয়াদিল্লি: দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের নির্দেশে ১৩ দিনের জেল হেফাজত হয়েছে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের৷ তিনি এখন তিহাড় জেলের বাসিন্দা৷ এদিকে, দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ কিন্তু, এদিন ফের পিছল শুনানি৷ বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে অনুব্রতর জামিনের আবেদনের শুনানির কথা থাকলেও বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে যায়। আগামী ২৯ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ 

আরও পড়ুন- নিশীথের গাড়িতে হামলা: বিজেপি সমর্থকদের রক্ষাকবচ হাইকোর্টের, পুলিশকে কড়া নির্দেশ

গত বছর আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তদন্তে নেমে নামে ও বেনামে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পান গোয়েন্দারা৷ এরপর অনুব্রত মামলায় হস্তক্ষপ করে ইডি৷ কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও তাঁর মেয়ে সুকন্যাকে দিল্লিতে ডেকে জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর অফিসাররা। অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও জেরা করা হয়।  তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷ অবশেষে গত ১৭ নভেম্বর তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে গ্রেফতার করে ইডি।

গ্রেফতার করার পরেই অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পালটা পদক্ষেপে দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডল। তবে দিল্লি যাত্রা রুখতে পারেননি তিনি। দিল্লিতে দু’ দফা ইডি হেফাজত শেষে, আপাতত তাঁর ঠাঁই তিহাড় জেল৷ এরই মধ্যে আরও একবার পিছল দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি৷ বিচারপতি অনুপস্থিত থাকায় এদিন শুনানি সম্ভব হয়নি। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ মার্চ। আগামী ৩ এপ্রিল রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হবে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে।