কলকাতা: গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠাল সিবিআই৷ সূত্রের খবর ১৪ মার্চ নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব করা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ এর আগে তিনবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত৷ তাই চতুর্থবার তাঁকে নোটিশ পাঠিয়ে তলব করা হল৷ শেষবার তাঁকে তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি।
আরও পড়ুন- ‘দোকান খুললেই মারব’! পদ্ম বিধায়কের দোকানে পড়ল হুমকি পোস্টার
আগামী ১৪ মার্চ সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ গরু পাচার কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই-এর তদন্তকারী অফিসাররা৷ সিবিআই-এর দাবি, অসুস্থতার কারণে অনুব্রত মণ্ডল বারবার হাজিরা এড়াচ্ছেন৷ অথচ তিনি সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন৷ বিভিন্ন রকমের কাজকর্ম করছেন৷ ফলে চতুর্থবার তাঁকে নোটিশ পাঠানো হয়েছে৷ এবারও হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে৷
সিবিআই জানিয়েছে, এই বিষয়টি আদালতে জানানো হবে৷ কারণ, আদালতের নির্দেশেই গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই৷ ইতিমধ্যে আইনি পরামর্শও নিতে শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা৷ সিবিআই-এর দাবি গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিকবার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তাঁদের হাতে উঠে এসেছে৷ অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই একটি প্রশ্নের তালিকা তৈরি করেছেন গোয়েন্দারা৷
২৫ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতকে জানান, অনুব্রত হাজিরা এড়াতে চান না। তিনি শারীরিক ভাবে অসুস্থ। অনুব্রত মণ্ডল নিজে জানিয়েছিলেন, গরু পাচার মামলার তদন্তে তিনি সিবিআই-কে সহযোগিতা করতে প্রস্তুত৷ জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসারদের মুখোমুখি হতেও তৈরি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কলকাতায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়৷ বোলপুরে তাঁর বাড়ির কাছাকাছি কোনও জায়গায় তাঁকে ডাকা হোক৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>