মিলল না জামিন, এবারও জেলেই পুজো কাটবে অনুব্রতর

মিলল না জামিন, এবারও জেলেই পুজো কাটবে অনুব্রতর

anubrata

কলকাতা: এবছরও জেলেই পুজো কাটবে তাঁর৷ গরু পাচার মামলায় জামিন পেলেন না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ ৩০ অক্টোবর পর্যন্ত কেষ্টকে জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত৷ আরও একবার বড়ল তৃণমূলের দাপুটে নেতার জেল হেফাজতের মেয়াদ৷ বৃহস্পতিবার শুনানির পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে৷ 

গত বছরের অগাস্ট মাসে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজত শেষে তাঁর ঠাঁই হয় আসানসোল জেলে। পরে একই মামলায় অনুব্রতকে হেফাজতে নেয় ইডি৷ সেই সময় আবার খুনের চেষ্টার মামলায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন তৃণমূলের বীরভম জেলা সভাপতি৷ পরে এই মামলায় তিনি জামিন পান এবং রামপুরহাট জেল থেকে ফিরে আসেন আসানসোল জেলে৷ এর পরেই গরু পাচার মামলা সরে দিল্লিতে৷ সেখানে গরু পাচার মামলায় দিল্লিতে ইডি নিজেদের হেফাজতে তাঁকে রেখে দু’সপ্তাহ জিজ্ঞাসাবাদ করে৷ এর পর কেষ্টকে পাঠানো হয় তিহাড় জেলে। সেখানেই রয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল এবং হিসাবরক্ষক মণীশ কোঠারি।

এদিকে জেলবন্দী অনুব্রতের গুরুত্ব কমতে শুরু করেছে বীরভূমের রাজনীতিতে৷ দলের একাধিক কর্মসূচিতে আর থাকছে না অনুব্রতর ছবি৷ তবে বছর খানেক আগেও বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলই ছিলেন শেষ কথা। কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই চাপে কেষ্ট। কোনও ভাবেই জেল থেকে বেরতে পারছেন না তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *