কলকাতা: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডল দু’জনেই বন্দি তিহাড় জেলে৷ তবে আলাদা সেলে থাকায় কেউই কারও খবর পান না৷ দেখা হওয়ার সুযোগও কম৷ শুক্রবার আদালতে গিয়ে বাবাকে দেখতে না পেয়েই উতলা হয়ে পড়েন সুকন্যা৷ সায়গল হোসেনের কাছে বাবার খোঁজ নেন তিনি৷ কেষ্টর একদা দেহরক্ষা সায়গল জানান, শরীর ভালো নেই অনুব্রতের৷ জেলে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ তাঁকে জেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাই কোর্টে পেশ করার কথা থাকলেও তিনি আসতে পারেননি৷ বাবার অসুস্থতার কথা শুনেই হাউ হাউ করে কেঁদে ফেলেন সুকন্যা৷
এর আগেও অনুব্রত তাঁর অসুস্থতার কথা আদালতে জানিয়েছিলেন। শুক্রবার সকালে ফের জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কেষ্ট। তাঁকে তড়িঘড়ি জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অসুস্থতার কারণে গত দু’ মাস ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই শুনানিতে অংশগ্রহণ করছিলেন অনুব্রত মণ্ডল। আজ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অসুস্থতার জন্য তাঁকে পেশ করা যায়নি৷ এদিকে, কোর্টে প্রবেশ করে বাবাকে দেখতে না পেয়েই অবাক হন সুকন্যা। সায়গলকে দেখতে পেয়ে তাঁর কাছেই বাবার খোঁজ নেন৷ তাঁৎ অসুস্থতার খবর শুনেই ভেঙে পড়েন সুকন্যা। আদালত কক্ষ থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে অনুব্রতকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাবার শরীর ভাল নেই।’