ব্রিটিন থেকে এল দ্বিতীয় বিমান, পৌঁছল ২০০ অক্সিজেন কনসেনট্রেটর

ব্রিটিন থেকে এল দ্বিতীয় বিমান, পৌঁছল ২০০ অক্সিজেন কনসেনট্রেটর

লন্ডন:  ভারতে উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা৷ নয়াদিল্লির আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে বাইডেন প্রশাসন৷ ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠাল ব্রিটেনও৷ 

আরও পড়ুন- দেশে করোনার সর্বকালীন রেকর্ড, একদিনে আক্রান্ত ৪ লক্ষ ছুঁইছুঁই, পাল্লা দিচ্ছে মৃত্যু

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আগেই জানিয়েছিলেন, ২৭ তারিখ ব্রিটেন থেকে প্রয়োজনীয় ওষুধ ভারতে পাঠানো হয়েছে৷ এদিন তিনি জানান, আজ সকালে ২০০ অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে পৌঁছেছে দ্বিতীয় বিমান৷ ভারতকে ক্রমাগত সাহায্য করে চলেছে ব্রিটেন৷ এর আগে ১০০টি ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরও পাঠিয়েছিল তারা। এই সাহায্যের জন্য ব্রিটেনকে ধন্যহাজ জানিয়েছে ভারত৷ পাশাপাশে সাহায্য আসছে ফ্রান্স থেকেও৷ বলা হয়েছে আপাতত ৮টি অক্সিজেন জেনারেটর দিয়ে  ভারতকে সাহায্য করবে তারা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =