কলকাতা: তাঁরা কেউ মাঠে-ঘাটে কাজ করেন, কেউ আবার পরিচারিকার কাজ করে সংসার চালান। ছেলে-মেয়েদের মুখে দু’বেলা দু-মুঠো ভাত তুলতেই হিমশিম খেতে হয় তাঁদের, সেখানে পড়াশোনা তো বিলাসিতা৷ সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা সাধ্যি নেই তাঁদের৷ এমনই সব দুঃস্থ শিশুদের জন্য প্রত্যন্ত গ্রামে চালু হল এক টাকার পাঠশালা৷ পঠনপাঠনের ব্যবস্থ করেছে ক্যানিংয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট।
এবার তাঁরা এক টাকার পাঠশালা খুলল ঝড়খালিতেও। দীর্ঘ দিন ধরেই গ্রামবাংলার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে এই ট্রাস্ট। এর আগে ক্যানিংয়ের তালদি এবং বীরভূমের মুরারইতেও এক টাকার পাঠশালা খোলা হয়েছিল এই ট্রাস্টের তরফে৷ এই স্কুলে মাত্র এক টাকার বিনিময়ে পড়াশোনা করে দুঃস্থ পরিবারের ছেলেমেয়ারা৷ শিক্ষার আলোয় পৌঁছয় দরিদ্র বাবা-মায়ের ঘরেও। সুন্দরবনের ঝড়খালি ত্রিদিব নগরের এই এক টাকার পাঠশালায় পড়তে আসে ৩০ জন পড়ুয়া৷
মাসিক এক টাকা বেতনে এখানে শুধু স্কুলে পড়াশোনাই করে না দুঃস্থ শিশুরা৷ বই-খাতা, পেন্সিল এমনকী পোশাকও পায় তারা। শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এই পাঠশালায় পড়াশোনা করে। ঝড়খালির এক টাকার স্কুলে রয়েছেন তিনজন শিক্ষক। সকাল ছ’টা থেকে শুরু হয় স্কুল। ছুটি হয় ন’টায়৷ এই স্কুলের হাত ধরে বেশ কয়েকজন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানও হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>