anna hazare
নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল একদা থিলেন আন্না হজারের বিশেষ বন্ধু৷ তাঁদের সখ্য ছিল চর্চার বিষয়৷ ২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্না হাজারের আন্দোলনের মঞ্চে কেজরি ছিলেন অন্যতম মুখ। তবে সেই বন্ধুত্বে এখন আর নেই। আবগারিকাণ্ডে অরবিন্দ গ্রেফতার হতেই মুখ খুললেন আন্না। তাঁর কথায়, কেজরি তাঁর কর্মের ফল ভুগছেন! তবে একদা ‘ভাবশিষ্য’ কেজরিওয়ালের জন্য ‘কষ্ট’ও হচ্ছে তাঁর৷
আন্না বলেন, ‘‘আমি কেজরিওয়ালকে বহুবার মদ এড়িয়ে যেতে বলেছিলাম। কিন্তু উনি সেই মদ নিয়েই নীতি তৈরি করলেন। এক সময় আমার সঙ্গে মদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি। তাঁর গ্রেফতারির কথা শুনে খুবই কষ্ট লাগছে। নিজের কাজের জন্যই গ্রেফতার হতে হল অরবিন্দকে।’’
তিনি আরও বলেন, ‘‘এখন আর কিছু করার নেই। ক্ষমতার সামনে কেউ কিছুই করতে পারবে না। এখন যা হবে সবটাই আইন মেনে।’’ দিল্লির আবগারি নীতি নিয়ে কেজরিকে নাকি দু’বার চিঠিও লিখেছিলেন তাঁর প্রাক্তন গুরু। আন্নার কথায়, ‘‘কেজরিওয়াল এবং মণীশ সিসৌদিয়া আমার কথা শোনেননি। আমি সব সময় তাঁদের দেশের কল্যাণের জন্য কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। আমাকে ওঁরা কথাও দিয়েছিলেন। কিন্তু সেই কথা রাখতে পারেননি৷’’