ভোটের সকালে তৃণমূলের লাভলীকে জড়িয়ে ধরতে চান বিজেপির অঞ্জনা

ভোটের সকালে তৃণমূলের লাভলীকে জড়িয়ে ধরতে চান বিজেপির অঞ্জনা

 

সোনারপুর: দুই তারকা অভিনেত্রী প্রার্থীর সৌজন্যে সংবাদ শিরোনামে উঠে এসেছে সোনারপুর৷ এবার সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অঞ্জনা বসু৷ পাশের কেন্দ্র সোনারপুর উত্তরে তৃণমূলের তারকা প্রার্থী অরুন্ধতী বা লাভলী মৈত্র৷ দুই তারকার লড়াইয়ে জমজমাট সোনারপুর৷ নির্বাচনী লড়াই জারি থাকলেও ভোটের সকালে সৌজন্যের বার্তা দিলেন দুই প্রার্থী৷

জীবনে প্রথম নির্বাচনী লড়াইয়ে দাঁড়িয়ে লাভলী মৈত্রের দাবি, নির্বাচনী লড়াইয়ে প্রস্তুতি হিসাবে প্রচুর পরিশ্রম করতে হয়েছে৷ জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী৷ নিজের জয় নিশ্চিত করলেও পাশের কেন্দ্র সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী অঞ্জনা বসুর প্রতি দেখিয়েছেন সৌজন্য৷ জানিয়েছেন, তাঁদের মধ্যে দলগত লড়াই থাকতেই পারে৷ কিন্তু পেশায় অঞ্জনা তাঁর সিনিয়র৷ তাঁর প্রতি সৌজন্য থাকবেই৷ 

লাভলী মৈত্রর এই বার্তার পর অঞ্জনা বসুও তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন৷  জানিয়েছেন, ভোটের ময়দানে লড়াইয়ে থাকলেও পেশাগত বন্ধুত্ব অটুট থাকবে৷ দেখা হলে লাভলিকে জড়িয়ে ধরতে চান অঞ্জনা৷ দুই তারকা প্রার্থীর এহেন সৌজন্য বঙ্গ নির্বাচনে এমন ঘটনা একপ্রকার বিরল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =