নয়াদিল্লি: ইয়েস ব্যাঙ্কের বিরুদ্ধে চলা আর্থিক তছরুপের মামালায় এবার রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে তলব করল তদন্তকারী সংস্থা অনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ সোমবার মুম্বইয়ে ইডির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ ইয়েস ব্যাংকের বিরুদ্ধে তদন্তের অঙ্গ হিসেবেই অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে এই গ্রুপের অন্যান্য কর্মকর্তাদেরও৷
তবে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তারিখ পিছনোর অনুরোধ জানিয়েছেন অনিল আম্বানি৷ আর্থিক সংকটে পড়া ইয়েস ব্যাংকের কাছ থেকে যে সব বড় বড় কর্পোরেট সংস্থা মোটা অঙ্কের ঋণ নিয়েছে, তাদের মধ্যে অন্যতম অনিল আম্বানির সংস্থা। ইয়েস ব্যাংকের কাছ থেকে ১২,৮০০ কোটি টাকার ঋণ নেয় রিলায়েন্স গ্রুপ৷
গত ৬ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আনিল আম্বানি গ্রুপ ছাড়াও ইয়েস ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে এসেল, আইএলএফএস, ডিএলএফ এবং ভোডাফোন৷ ডুবতে থাকা ইয়েস ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া এই সকল সংস্থার কর্মকর্তাদের সমন পাঠানো হবে বলেও ইডি সূত্রে খবর৷ এই মামলায় আম্বানির বিবৃতি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে নথিভুক্ত করা হবে বলেও জানানো হয়েছে৷
প্রসঙ্গত, সম্প্রতি ডুবতে থাকা ইয়েস ব্যাঙ্কের ওপর স্থগিতাদেশ জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক থেকে একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি তোলা যাবে না বলেও নির্দেশিকা জারি করে৷ যার জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েন গ্রাহকরা৷