১৫ দিন ধরে ভান্ডারায় গণভোজের ব্যবস্থা করেছেন অনন্ত! জানেন কী কী রয়েছে মেনুতে?

মুম্বই: আজ, অর্থাৎ ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মালাবদল করবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট৷ তবে বহুদিন আগে থেকেই শুরু…

মুম্বই: আজ, অর্থাৎ ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মালাবদল করবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট৷ তবে বহুদিন আগে থেকেই শুরু হয়েছে বিবাহ অনুষ্ঠান৷ দেশে-বিদেশে ধুমধাম করে হয়েছে প্রিওয়েডিং অনুষ্ঠান৷ সমানতালে চলেছে জনহিতকর কাজ। ইতিমধ্যেই ৫০ জন দরিদ্র দম্পতিকে বিয়ে দেওয়া হয়েছে আম্বানি পরিবারের পক্ষ থেকে৷ নীতা আম্বানি নিজে কনেদের সোনার গয়না-সহ নগদ ১ লক্ষ টাকা দান করেছিলেন।

 

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে, মুম্বইতে ৪০ দিনের জন্য একটি ভান্ডারার আয়োজন করেছেন অনন্ত আম্বানি৷ যেখানে প্রায় ৯০০০ মানুষকে প্রতিদিন পাত পেড়ে খাওয়ানো হচ্ছে৷ জানা গিয়েছে মেনুও৷  ভান্ডারায় মিলছে ভেজ পোলাও, ধোকলা, পুরী, গাট্টে কি সবজি, পনির সবজি এবং রাইতা৷ ভান্ডারা চলছে ১৫ জুলাই পর্যন্ত৷ অর্থাৎ  ভান্ডারা শুরু হয়েছে ৫ জুন৷ দিনে দু’বার করে খাবার বিতরণ করা হচ্ছে৷ ৩-৪ হাজার লোক সেখানে খাচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *