কলকাতা: একুশের বিধানসভা নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরে যে তুমুল উত্তেজনা আলোড়নের সাক্ষী থেকেছে বাংলার মানুষ, অবশেষে তার পরিণাম আসন্ন। আর মাত্র দিন সাতেক পরেই শুরু হচ্ছে প্রথম দফার বঙ্গ ভোট। প্রথম দফায় এবার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ভোটে দাঁড়িয়েছেন মোট ১৯১ জন প্রার্থী। তাঁদেরই যাবতীয় সম্পদের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি করা হয়েছিল একটি সমীক্ষা, যা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।
প্রথম দফায় লড়তে নামা ভোট প্রার্থীদের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৩ লক্ষ ৭৭ হাজার টাকা, এমনটাই জানা গেছে সমীক্ষার ফলাফলে। শুধু তাই নয়, জানা গেছে মোট ১৯১ জন প্রার্থীর মধ্যে ১৯ জন এমন রয়েছেন যাঁরা কোটি টাকার মালিক। অর্থাৎ প্রথম দফাতেই কোটিপতির সংখ্যা মোট প্রার্থীর প্রায় ১০%। ভোটমুখী বাংলায় এহেন সমীক্ষার রিপোর্ট নতুন করে সৃষ্টি করেছে চাঞ্চল্য।
প্রথম দফার ভোট প্রার্থীদের অর্থনৈতিক দিকটি বিবেচনা করে সমীক্ষার এই রিপোর্ট যে ইঙ্গিত দিচ্ছে তা কিন্তু মোটেই সুখকর নয়। রাজনীতিকে সাফল্যের তথা ধনবৃদ্ধির সোপান হিসেবে ব্যবহার করে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে এই সমস্ত প্রার্থীদের জীবনযাপন। অধিকাংশ প্রার্থীর ঘাড়ে আবার ঝুলছে ক্রিমিনাল কেসের খাড়াও। রাজনীতির নাম করতেই দুর্নীতি আর স্বার্থপরতার যে নেতিবাচক দিকটি চোখের সামনে তুলে ধরেন কেউ কেউ, ভোট পূর্ববর্তী বাংলায় উঠে আসা ছবিটা যেন তারই সমর্থনে বার্তা দিচ্ছে। ধনসম্পদ কিংবা ক্রিমিনাল কেস ছাড়াও সমীক্ষায় দেখা গেছে মোট প্রার্থীদের মধ্যে মাত্র ২১ জন মহিলা। অর্থাৎ মাত্র ১১% মহিলা প্রার্থী আগামী নির্বাচনে লড়াই করতে চলেছেন।
উল্লেখ্য, দিন কয়েক আগে সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছিল ধনসম্পদের বিচারে দেশের মধ্যে সবচেয়ে ‘বড়লোক’ দল বিজেপি। কেন্দ্রে ক্ষমতাসীন এই দলের দেশ জুড়ে মোট সম্পদের পরিমাণ ২৯০৪.১৮ কোটি টাকা। অবশ্য সম্পদের বিচারে খুব একটা পিছিয়ে নেই কংগ্রেসসহ অন্যান্য দলগুলিও।