কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরে যে তুমুল উত্তেজনায় ফুটেছে বঙ্গ রাজনীতি, অবশেষে তার পরিণাম আসন্ন। আর মাত্র দিন তিনেক পরেই শুরু হচ্ছে প্রথম দফার বঙ্গ ভোট। ২৭ মার্চের পর দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল। দ্বিতীয় দফায় এবার বিভিন্ন দলের তরফে ভোটে দাঁড়িয়েছেন মোট ১৭১ জন প্রার্থী। তাঁদের ধনসম্পদের খুঁটিনাটি তথ্য নিয়ে সম্প্রতি যে সমীক্ষা করা হয়েছিল, তা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
দ্বিতীয় দফায় ভোটের ময়দানে নামা ১৭১জন প্রার্থীর মোট সম্পদের পরিমাণ প্রায় ৯২ লক্ষ ৬৬ হাজার টাকা, এমনটাই জানা গেছে সমীক্ষার ফলাফলে। শুধু তাই নয়, জানা গেছে মোট ১৭১ জন প্রার্থীর মধ্যে ২৬ জন রয়েছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকার মালিক এক্ষেত্রে প্রায় ১৫%। ভোটমুখী বাংলায় এহেন সমীক্ষার রিপোর্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
দ্বিতীয় দফার ভোট প্রার্থীদের অর্থনৈতিক দিকটির পাশাপাশি এদিন সমীক্ষায় উঠে এসেছে তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যাবলীর অভিযোগের সংখ্যাও। রাজনীতিকে সাফল্যের তথা ধনবৃদ্ধির সোপান হিসেবে ব্যবহার করে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে এই সমস্ত প্রার্থীদের জীবনযাপন। অন্তত ৪৩% প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল কেস। তার মধ্যে ৩৬% মামলা আবার রীতিমতো গুরুতর। বস্তুত, রাজনীতির নাম করতেই দুর্নীতি আর স্বার্থপরতার যে নেতিবাচক দিকটি চোখের সামনে তুলে ধরা হয়, ভোট পূর্ববর্তী সমীক্ষায় উঠে আসা ছবিটা যেন তারই সমর্থনে বার্তা দিচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ধনসম্পদ কিংবা ক্রিমিনাল কেস ছাড়াও সমীক্ষার ফলাফলে উঠে এসেছে লিঙ্গভিত্তিক একটি বাস্তব চিত্রও। দেখা গেছে দ্বিতীয় দফার ভোটের মোট ১৭১জন প্রার্থীর মধ্যে মাত্র ১৯ জন (১১%) মহিলা। মহিলা এবং পুরুষ প্রার্থীর সংখ্যার এই তারতম্য এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়।