নয়াদিল্লি: দীপাবলীর আগে ফের ধাক্কা মধ্যবিত্তের পকেটে৷ বাড়তে চলেছে সংসারের বাজেট৷ ফের দাম বাড়ছে দুধের। দাম বাড়াচ্ছে দেশের অন্যতম দুধ প্রস্তুতকারী সংস্থা আমুল৷ প্রতি লিটার ফুল ক্রিম দুধের প্যাকেটে বাড়ছে ২টাকা৷ ফলে এতদিন এক লিটার দুধের যে প্যাকেট ৬১ টাকায় পাওয়া যেত, সেই প্যাকেট এবার থেকে মিলবে ৬৩ টাকায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানানো হয়েছে। তবে কোম্পানির তরফে দাম বৃদ্ধি নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন- দলের জেলা সভাপতির পোস্টারেই প্রস্রাব! একি করলেন বিজেপি নেতা
উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে তিন বার দুধের দাম বাড়াল আমুল৷ গত অগাস্ট মাসে শেষবার দাম বাড়ানো হয়৷ তারও আগে মার্চ মাসে দুধের দাম বাড়িয়েছিল সংস্থা। অগাস্ট মাসেও প্রতি লিটার আমুল দুধের দাম ২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। আমুলের পথে হেঁটে একই ভাবে দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। আমুল দাম বাড়ানোয় মাদার ডেয়ারিও ফের দাম বাড়ায় কিনা, সেদিকেই এখন নজর৷ তিনবার মূল্য বৃদ্ধির জেরে গত ১০ মাসে লিটার প্রতি দুধের দাম বাড়ল প্রায় ৬ টাকা। অর্থাৎ ৫৭ টাকা থেকে বেড়ে এক লিটার দুধের দাম দাঁড়াল ৬৩ টাকা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>