আরও ১০ বছর মোদীই প্রধানমন্ত্রী, শাহী ঘোষণায় বিপাকে দল, তাহলে ‘অবসর নীতি’ ভোকাট্টা?

আরও ১০ বছর মোদীই প্রধানমন্ত্রী, শাহী ঘোষণায় বিপাকে দল, তাহলে ‘অবসর নীতি’ ভোকাট্টা?

amit shah narendra modi

নয়াদিল্লি: ২০২৪ -এর লোকসভা ভোটের আগে বড় ঘোষণা অমিত শাহের৷ তাঁর কথায়, ২০২৪ তো বটেই, ২০২৯ সালেও দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ওই সাক্ষাৎকারে অমিত শাহ সাফ জানিয়েছেন, আরও ১০ বছর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। কিন্তু, শাহী ঘোষণা সামনে আসতেই বয়স নীতি নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। এক সময় প্রধানমন্ত্রী নিজে কঠোর বয়সনীতি চালু করেছিলেন৷ সেই নীতি কি নিজেই ভঙ্গ করবেন?

অমিত শাহের কথায়, ‘‘এখন দেশে আর জাতপাতের রাজনীতি হয় না৷  উন্নয়কে দেখেই ভোট দেয় মানুষ৷ কাজের ভিত্তিতেই আগামী ১০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি। আর প্রধানমন্ত্রী পদে থাকবেন নরেন্দ্র মোদীই৷’’ কিন্তু তবে বয়সনীতি? এই নীতি অনুযায়ী ৭৩-৭৫ বছর বয়স হলেই নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয় গেরুয়া নেতাদের।

সেই নীতির গেরোয় পরেই ‘অনিচ্ছা অবসরে’ চলে যেতে হয়েছে বিজেপি’র লৌহমানব লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশীদের মতো প্রবীন নেতাদের। মোদীর বয়স এখন ৭৩।  আগামী ১০ বছর তিনি প্রধানমন্ত্রী থাকলে তখন বয়স হবে ৮৩ বছর৷ যা অবসর নীতির খেলাপ৷ তাই প্রশ্ন উঠেছে, নিজের বেলায় কি অবসর নীতি পাল্টে দেবেন নমো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 9 =