১১৫টি স্কিম এনেছেন মোদী, আর ১১৫টি স্ক্যাম এনেছেন দিদি, তোপ শাহের

১১৫টি স্কিম এনেছেন মোদী, আর ১১৫টি স্ক্যাম এনেছেন দিদি, তোপ শাহের

বাঘমুণ্ডি:  ভোটের মুখে ম্যারাথন প্রচারে বিজেপি৷ এদিকে অমিত শাহ, অন্যদিকে যোগী আদিত্যনাথ৷ একই দিনে বিভিন্ন প্রান্তে ভোট উত্তাপ বাড়াতে বঙ্গে উপস্থিত হেভিওয়েট গেরুয়া নেতারা। বৃহস্পতিবার পুরুলিয়ার বাঘমুণ্ডির জনসভা থেকে আরও একবার আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

আরও পড়ুন-  মমতার সম্পত্তি কমেছে গত ৫ বছরে, ৬৮% বেড়েছে শুভেন্দুর! বলছে নির্বাচন কমিশন

এদিন সভার শুরুতেই উপস্থিত মানুষের প্রতি তাঁর প্রশ্ন, পুরুলিয়ায় ঘরে ঘরে পানীয় জল পান কি আপনারা? তাঁর হুঙ্কার, এখানে ফ্লোরাইড যুক্ত পানীয় জল খাওয়াচ্ছে  দিদি। তাই এখানে ৪০ বছরেই মানুষ বুড়ো হয়ে যায়৷ তাঁদের চুল পেকে যায়৷ একবার দিদিকে ক্ষমতাচ্যুত করেল ১০ হাজার কোটি টাকা খরচ করে এখানে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থ করবে বিজেপি৷ 

তিনি বলেন, এখানে প্রথমে বামপন্থীরা শিল্পোদ্যোগ বন্ধ করেছে৷ তারপর দিদি এসে উদ্যোগপতিদের বিতারিত করেছেন৷ এখানে বড় সিল্ক কোম্পানি বন্ধ করে দিয়েছিল বামেরা৷ আর দিদি অটোমোবাইল কোম্পানিগুলিকে তাড়ানোর কাজ করেছে৷ সিপিএম হোক বা তৃণমূল কংগ্রেস, কেউ বেকারত্ব কমাতে পারবে না৷  ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী ১১৫টি প্রকল্প তৈরি করেছেন৷ আর দিদি ১১৫টি কেলেঙ্কারি নিয়ে এসেছেন, তোপ শাহের৷ তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের টাকা মানুষের কাছে পৌঁছতে দেননি দিদি৷ ওঁনার ভয়, মানুষ এই টাকা পেলে মোদীজি জনপ্রিয় হয়ে যাবে৷ ২ মে তৃণমূল সরকারের পতন ঘটলে ৩ মে থেকে স্বাস্থ্যের জন্য  বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা খরচ দেবে বিজেপি সরকার৷ 

আরও পড়ুন- ‘তুমি শালা খুনিদের রাজা, জমিদার’! মেজাজ হারালেন মমতা

এছাড়াও বাংলায় বিজেপি সরকার গঠিত হলেই প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা পাঠানো হবে৷ জঙ্গলমহলের বিকাশের জন্য এখানে জঙ্গলমহল বোর্ড বানানো হবে৷ কুরমী ভাষায় দশম শ্রেণি পর্যন্ত পড়ার বন্দ্যোবস্ত করা হবে৷ মডেল স্কুল গড়ে তোলা হবে৷ রেল লাইনের সঙ্গে পুরুলিয়াকে যুক্ত করা হবে৷ জঙ্গলমহলে এইমস গড়ে তোলা হবে৷ তখন আর চিকিৎসাক জন্য কাউকে কলকাতায় যেতে হবে না৷ 

অমিত শাহ বলেন, এখানকার মানুষ কাটমানি দিতে দিতে নাকাল৷ কাটমানি সরাতে হলে তৃণমূল কংগ্রেসকে হঠাতে হবে৷  মেয়েরা ট্রেনে চাপুক বা বাসে, মা-বোনেদের কাছ থেকে কেউ টিকিট চাইবে না৷ বিনা পয়সায় সফর করবে মেয়েরা৷ আদিবাসী মেয়েদের বিনা পয়সায় শিক্ষা দেবে বিজেপি৷ এছাড়া বাংলার  অনুপ্রবেশ হচ্ছে বলেই আপনারা কাজ পাচ্ছেন না। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের কী ভাবে বের করতে হয় আমরা দেখিয়ে দেব। মতুয়া সহ সকল শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =