বিষ্ণুপুরে তৈরি হবে ১০০ কোটি টাকার মন্দির! বিরাট প্রতিশ্রুতি শাহের

মমতা সরকারের আমলে বাংলায় বিকাশ হয়নি, দাবি করেছেন তিনি

1bfe74c80db5321e439abaaa5c13932a

বিষ্ণুপুর: একুশের বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যজুড়ে শেষ দিনের প্রচার চলছে জোরকদমে। বিজেপির সরকার গড়ার লক্ষ্যে বিষ্ণুপুরে আজ বিরাট জনসভায় যোগ দিয়েছেন গেরুয়া নেতা অমিত শাহ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। ভোটের আগে ‘খেলা হবে’র আবহে তুলেছেন দিদিকে ০ রানে আউট করার দাবিও।

বিষ্ণুপুরের মাটি মন্দিরের পবিত্র ভূমি, কিন্তু মন্দিরের উন্নতিকল্পে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি তৃণমূল সরকার, এদিন এমনটাই দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেন, “বিষ্ণুপুরে যত বিশ্ববিখ্যাত মন্দির রয়েছে, কেউ এতদিন তার দেখভাল করেননি।” বিজেপি সরকার গঠন করা হলে এই সমস্ত মন্দিরের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়, অমিত শাহ এদিন আরো বলেন, “বিষ্ণুপুরের এই পবিত্র ভূমি মা সারদার আশীর্বাদ পেয়েছে। পুরো বাংলায় এই ভূমির গুরুত্ব অসীম। কিন্তু এই ভূমিতে দাঁড়িয়ে আমি বলছি, বাংলায় দিদির শাসনে কোনো বিকাশ হয়নি।” আগামী ২ মে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রানের খাতাই না খুলতে পারেন, সে বিষয়ে বিষ্ণুপুরের মানুষের আশীর্বাদ চেয়েছেন অমিত শাহ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন অমিত শাহ। তাতে নানা ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ছিল মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতি। এদিন তা নিয়েও ফের আশ্বাস বাণী শুনিয়েছেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা। বাংলায় বিজেপি সরকার গঠিত হলে আগামী ২ মের পর থেকে মহিলাদের বাসে বা ট্রেনে কোনোরকম ভাড়া দিতে হবে না, বলেছেন তিনি।

সাম্প্রতিক অতীতে ধর্মীয় আবেগকে হাতিয়ার করে সরকারি ক্ষমতা দখলের ইতিহাস দেশের নানা প্রান্তেই তৈরি করেছে বিজেপি। এদিন বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে আরো একবার সেই একই পন্থা অবলম্বন করলেন অমিত শাহ। তাঁর মুখে এদিন শোনা গেছে মদনমোহন মন্দির, রাম মাধব মন্দির, জোর মন্দিরের মতো বিষ্ণুপুরের একাধিক মন্দিরের নামও। বাংলায় বিজেপির এই কৌশল কতটা কাজে লাগে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *