এই প্রথম হিংসামুক্ত ভোট হয়েছে বাংলায়! কমিশনকে দরাজ সার্টিফিকেট শাহের

বহুবছর পর মৃত্যু বোমাবাজি ছাড়া বাংলায় ভোট হয়েছে, দাবি শাহের

নয়াদিল্লি: শুরু হয়ে গেছে বহু প্রতিক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। গতকাল সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোটও। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে, আর তাই বাংলা জয়ের বিষয়ে এবার আরো আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। বঙ্গ ভোটের দ্বিতীয় দফার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন গেরুয়া দলের নেতা অমিত শাহ। 

বাংলার নির্বাচনে হিংসা খুবই সাধারণ বিষয় হয়ে পড়েছিল, কিন্তু এবারে নির্বাচন কমিশনের তৎপরতায় নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়ে রেকর্ড তৈরি হয়েছে, এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাতে চাই, বাংলায় শান্তিপূর্ণ ভোট করতে তাঁরা সফল হয়েছেন।” বহু বছর পর কোনো প্রাণহানি, কোনো বোমাবাজি ছাড়া সুষ্ঠু নির্বাচন দেখছে পশ্চিমবঙ্গের মানুষ, এদিন তাও জানিয়েছেন অমিত শাহ। তাঁর কথায়, “বহু বছর বাদে একটা নির্বাচন হচ্ছে বাংলায় যেখানে একটাও মানুষ মারা যায়নি, একটাও বোমা ফাটেনি, একটাও গুলি চলেনি এবং একটাও বুথে পুনর্নির্বাচন করতে হয়নি।” এর সম্পূর্ণ ক্রেডিট নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকেই দিয়েছেন অমিত শাহ।

এখানেই শেষ নয়, বাংলার মহিলাদেরকেও এদিন সঠিক রাস্তা বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “বাংলার মহিলাদের অনেক শুভেচ্ছা, কারণ তাঁরা খুব সাহসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষে মত দিয়েছেন।” পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে ৩০ আসনের মধ্যে কমপক্ষে ২৬টি আসনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন অমিত শাহ। এই প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলতে থাকলে আগামী দিনে ২ মে-র পর বাংলায় ২০০-র বেশি আসনে জয়লাভ করে সরকার গড়বে বিজেপি, জানিয়ে দিয়েছেন তাও।

তৃণমূল কর্মীদের তরফ থেকে কিন্তু বাংলার ভোটের প্রথম দিন একাধিক অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে বারংবার। এ বিষয়ে অমিত শাহের বক্তব্য, “তৃণমূল অশান্তি করতে পারেনি, এটাই আসলে ওদের অভিযোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =