amit shah
কলকাতা: ধর্মতলায় বিজেপি’র সভা ঘিরে দীর্ঘ ডামাডোলের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে অবশেষে মিলেছে অনুমতি৷ ২৯ নভেম্বর, বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে জনসভা করবে গেরুয়া শিবির। প্রাথমিক ভাবে বিজেপি’কে সভা করার অনুমতি দেয়নি পুলিশ৷ এর পরেই আইনের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি৷ কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ তাদের সভা করার অনুমতি দেয়৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য৷ কিন্তু ডিভিশন বেঞ্চও একক বেঞ্চের রায় বহাল রাখে৷
হাই কোর্টে মামলা করে সভা করার অনুমতি আদায় করেন শুভেন্দু অধিকারীরা। শুধু তাই নয়, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় যে পর্যবেক্ষণ জানিয়েছে, তাতে আলাদা শক্তি পেয়েছে গেরুয়া শিবির। লোকসভা ভোটের আগে ধর্মতলার সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনতে মরিয়া বঙ্গ বিজেপি৷ এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশ্চিত করলেন তিনি ধর্মতলার সভায় থাকবেন৷
জানা যাচ্ছে বুধবার দুপুর ১টায় কলকাতায় এসে পৌঁছবেন স্বরাষ্ট্র মন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে তিনি রয়্যাল কলকাতা টার্ফ ক্লাবে এসে নামবেন৷ বেলা ২টো নাগাদ সেখান থেকেই সোজা ধর্মতলার সভায় যোগ দেবেন অমিত শাহ।