লোকসভা ভোটের জল মাপতে বঙ্গে আসছেন অমিত শাহ? লক্ষ্যমাত্রা পূরণ হবে তো?

লোকসভা ভোটের জল মাপতে বঙ্গে আসছেন অমিত শাহ? লক্ষ্যমাত্রা পূরণ হবে তো?

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচন শেষ। রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের এবার নজর লোকসভা নির্বাচনের দিকে। সেই লক্ষ্যে আগস্ট মাসে  রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে একটি জনসভাও করতে পারেন শাহ।

লোকসভা ভোটের এক বছর আগে থেকে প্রতি মাসে একবার করে বাংলায় আসতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই বিজেপি সূত্রে খবর। জুন বা জুলাই মাসে তাঁর আসার কথা থাকলেও পঞ্চায়েত নির্বাচনের কারণে তা স্থগিত হয়ে যায়। তবে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে যাওয়ায় সামনের মাসে রাজ্য সফরে এসে বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি একটি জনসভাও করতে পারেন তিনি।

সূত্রের খবর, হুগলির আরামবাগে শাহ জনসভা করতে পারেন। বিজেপির দাবি দলে কর্মী- সমর্থকদের উজ্জীবিত করতে শাহের এই বঙ্গ সফর। কিন্তু সত্যিই কি তাই? এই কারণেই  কী সামনের মাসে রাজ্যে আসছেন শাহ? রাজনৈতিক মহলের একাংশের মতে বঙ্গ বিজেপি কি অবস্থায় রয়েছে, তাদের ভিত কতটা শক্ত রয়েছে, লোকসভা নির্বাচনে কতগুলি আসন পশ্চিমবঙ্গ থেকে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির, এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপিকে ৩৫ আসনে জেতার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছিলেন শাহ। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত  তা নিয়ে তখনই প্রশ্ন উঠে যায়। রাজনীতির কারবারিরা মনে করছেন গতবার বিজেপি পশ্চিমবঙ্গ থেকে আঠারোটি আসন পেলেও তার অধিকাংশ আগামী লোকসভা নির্বাচনে ধরে রাখা কঠিন হবে। সেই জায়গা থেকে অমিত শাহ ৩৫ আসনে জেতার লক্ষ্যমাত্রা দিয়েছেন। তাই জল মাপতেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে।

উল্লেখ্য গতবারের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফল ভাল হয়েছে। তবে বিজেপির দাবি সন্ত্রাস না হলে তাদের ফল আরও ভাল হতো। কিন্তু ঘটনা হল গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এ বছর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি তিনটি স্তরেই আসনের সংখ্যা বেড়েছে। তাই বিজেপির আসন সংখ্যা গতবারের চেয়ে এ বছর বাড়বে, এটাই তো স্বাভাবিক। বঙ্গ বিজেপি নেতৃত্বের পাশাপাশি এ বিষয়টিকে শাহেরও যে জানা আছে তা নিয়ে সন্দেহ নেই। তাই রাজ্য বিজেপির ভিত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সেই মূল্যায়ন শাহ নিজেই করবেন বলে মনে করা হচ্ছে। আর সেসব দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি টোটকা দেন সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। শুধু তাই নয়, বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা ভাল করেই জানেন তিনি। তাই সেসব দূর করতেও শাহ যে সচেষ্ট হবেন তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 2 =